পদত্যাগ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। দেশটির আসন্ন মন্ত্রিসভার রদবদলের আগে গতকাল মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বড় পরিসরে এই রদবদলের আগে বেশ কয়েকজন সরকারি কর্মকতাও পদত্যাগ করেছেন। এতে করে শীর্ষস্থানীয় বেশ কিছু পদ শূন্য হয়ে গেছে।
ইউক্রেনের পার্লামেন্ট প্রধান জানিয়েছেন, চলতি সপ্তাহে রদবদলে মন্ত্রিসভার অর্ধেকই পরিবর্তন হয়ে যাবে।
২০২০ সালের মার্চ থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপালন করছিলেন কুলেবা। এখন পর্যন্ত পদত্যাগ করা সবচেয়ে হেভিওয়েট কর্মকর্তা তিনিই।
পার্লামেন্ট সদস্য ইনা সভসুন বলেন, কুলেবা অত্যন্ত দক্ষ এবং যোগ্য মন্ত্রী ছিলেন। জেলেনস্কির সঙ্গে তার কোনো মতবিরোধও কখনো শোনা যায়নি।