মানিকগঞ্জে হরিরামপুরে পদ্মা নদীতে ৪৮টি গরুবোঝাই ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৮টি গরু উদ্ধার করা হয়েছে।
বাকি গরু উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে পদ্মা নদীর কাঞ্চনপুর ইউনিয়নের সূর্য্যকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমান আদিত্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রলারটি সিরাজগঞ্জের চৌহালী থেকে গরুবোঝাই করে নারায়ণগঞ্জের মোগড়াপাড়া হাটে যাচ্ছিলো।
সূর্য্যকান্দি এলাকায় পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম তদারকি করছে।