ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামীকাল উভয় সমাবেশের অনুমতি দেয়া হবে : ডিএমপি কমিশনার

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৮:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • ১১২৬ বার পড়া হয়েছে

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পবিত্র আশুরায় তাজিয়া মিছিলের নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট নিশ্চিত শেষে পর্যাপ্ত নিরাপত্তা ফোর্স থাকলে দুই রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেয়া হবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে ডিএমপি সদরদপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ২৯ জুলাই শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেয়া হয়েছে।

তবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা করতে পারলে দুই দলকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দেয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ডিএমপি কমিশনার।

সমাবেশকে সামনে রেখে বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতারের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং শুধুমাত্র ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত বুধবার বিএনপির বৃহস্পতিবারের মহাসমাবেশ স্থগিত করে শুক্রবার পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় বিএনপি।

উল্লেখ্য, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশের পরামর্শ অনুযায়ী গোলাপবাগ মাঠে কর্মসূচি পালনে অনিচ্ছুক হওয়ায় তারা নয়াপল্টনে মহাসমাবেশ করতে চায়।

সূত্র : ইউএনবি

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামীকাল উভয় সমাবেশের অনুমতি দেয়া হবে : ডিএমপি কমিশনার

আপডেট সময় ০৮:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পবিত্র আশুরায় তাজিয়া মিছিলের নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট নিশ্চিত শেষে পর্যাপ্ত নিরাপত্তা ফোর্স থাকলে দুই রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেয়া হবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে ডিএমপি সদরদপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ২৯ জুলাই শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেয়া হয়েছে।

তবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা করতে পারলে দুই দলকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দেয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ডিএমপি কমিশনার।

সমাবেশকে সামনে রেখে বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতারের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং শুধুমাত্র ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত বুধবার বিএনপির বৃহস্পতিবারের মহাসমাবেশ স্থগিত করে শুক্রবার পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় বিএনপি।

উল্লেখ্য, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশের পরামর্শ অনুযায়ী গোলাপবাগ মাঠে কর্মসূচি পালনে অনিচ্ছুক হওয়ায় তারা নয়াপল্টনে মহাসমাবেশ করতে চায়।

সূত্র : ইউএনবি