ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পারিবারিক বিরোধে কলেজছাত্রকে পিটিয়ে ‘হত্যা’

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৯:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • ১১১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা এলাকায় পারিবারিক বিরোধের জেরে শাহেদুল ইসলাম (১৯) নামের এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় উপজেলার ছনহরা ইউনিয়ন বাথুয়া ব্রিজের নীচে এ ঘটনা ঘটে।

শাহেদুল ইসলাম ছনহরা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পটিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তারা বর্তমানে একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নানার বাড়িতে বসবাস করে আসছে।

 

নিহতের ছোট ভাই পারভেজ জানান, গতকাল রাতে উপজেলার ছনহরা ইউনিয়ন বাথুয়া ব্রিজ এলাকায় শাহেদুল ইসলাম যাওয়ার পথে সেখানে তাদের সঙ্গে আগে পারিবারিক বিরোধ থাকার কারণে প্রতিপক্ষের লোকজনের মধ্যে মামুন হোসেন, রুবেল, কফিল, সায়েদুলসহ আরও ১০-১২ জন তাকে ধরে ব্রিজের নিচে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেন। একপর্যায়ে শাহেদুল জ্ঞান হারিয়ে ফেললে তাকে ব্রিজের নিচে ফেলে চলে যায় তারা।

পারভেজ আরও বলেন, ‘এ খবর শোনার পর আমি নিজে ওই স্থানে গেলে তারা আমাকে ঘিরে ফেলে। স্থানীয়রা এগিয়ে আসলে আমি প্রাণে রক্ষা পায়। পরে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।’

পরিবারের লোকজনের দাবি, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করেই শাহেদুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাজ্জহাদ হোসেন বলেন, শাহেদুলকে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন ছিল।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আজ বিকেলে মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট শেষ করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। এ বিষয়ে মামলার দায়ের প্রস্তুতি চলছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

পারিবারিক বিরোধে কলেজছাত্রকে পিটিয়ে ‘হত্যা’

আপডেট সময় ০৯:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা এলাকায় পারিবারিক বিরোধের জেরে শাহেদুল ইসলাম (১৯) নামের এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় উপজেলার ছনহরা ইউনিয়ন বাথুয়া ব্রিজের নীচে এ ঘটনা ঘটে।

শাহেদুল ইসলাম ছনহরা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পটিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তারা বর্তমানে একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নানার বাড়িতে বসবাস করে আসছে।

 

নিহতের ছোট ভাই পারভেজ জানান, গতকাল রাতে উপজেলার ছনহরা ইউনিয়ন বাথুয়া ব্রিজ এলাকায় শাহেদুল ইসলাম যাওয়ার পথে সেখানে তাদের সঙ্গে আগে পারিবারিক বিরোধ থাকার কারণে প্রতিপক্ষের লোকজনের মধ্যে মামুন হোসেন, রুবেল, কফিল, সায়েদুলসহ আরও ১০-১২ জন তাকে ধরে ব্রিজের নিচে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেন। একপর্যায়ে শাহেদুল জ্ঞান হারিয়ে ফেললে তাকে ব্রিজের নিচে ফেলে চলে যায় তারা।

পারভেজ আরও বলেন, ‘এ খবর শোনার পর আমি নিজে ওই স্থানে গেলে তারা আমাকে ঘিরে ফেলে। স্থানীয়রা এগিয়ে আসলে আমি প্রাণে রক্ষা পায়। পরে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।’

পরিবারের লোকজনের দাবি, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করেই শাহেদুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাজ্জহাদ হোসেন বলেন, শাহেদুলকে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন ছিল।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আজ বিকেলে মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট শেষ করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। এ বিষয়ে মামলার দায়ের প্রস্তুতি চলছে।