বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম বলেছেন, নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত দায়িত্ব পালন করবে পুলিশ। এ জন্য পুলিশ সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। ইতোপূর্বেও পুলিশ একইভাবে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে জিরো চলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ কাজ করে। তাই আজ দেশে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। তবে এ জন্য পুলিশকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।
তিনি আরো বলেন, পুলিশ কল্যাণ ট্রাষ্ট পুলিশ সদস্যদের কল্যাণে কাজ করে। এখান থেকে আহত, নিহত পুলিশ সদস্য ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাষ্ট কর্তৃক বগুড়া শহরের নবাব বাড়ি সংলগ্ন সার্কিট হাউস রোডে নবনির্মিত বহুতল বিশিষ্ট বগুড়া পুলিশ প্লাজা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য হাবিবর রহমান, অতিরিক্ত আইজিপি আবু হাসান মো: তারেক, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান মিলন, পুলিশ হেড কোয়ার্টার্সের ডিআইজি মোস্তাক আহমেদ, বগুড়ার ডিসি সাইফুল ইসলাম, জেলা আ’লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, অতিরিক্ত ডিআইজি রিয়াদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জারের ডিআইজি আনিসুর রহমান, রংপুর রেন্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী ও রংপুর মহানগর পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন জেলার পুলিশ সুপার, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি বৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মোট ১০তলা বিশিষ্ট পুলিশ প্লাজায় মোট ২১৮টি দোকানঘর ছাড়াও ৯ম তলায় ফুডকোর্ট ও ১০ম তলায় স্টার সিনেপ্লেক্স রয়েছে। তবে ৭ম তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে।