ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পোর্ট সুদান থেকে জাহাজে নয়, বিমানে জেদ্দা যাচ্ছেন ১৩৫ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত সুদানে আটকেপড়া প্রায় ৬৫০ বাংলাদেশি বর্তমানে পোর্ট সুদানে অবস্থান করছেন। সেখান থেকে জাহাজে সৌদি আরবের জেদ্দায় পৌঁছানোর অপেক্ষায় ছিলেন তারা। সময়মতো জাহাজ না পাওয়ায় এখন বিমানে করেই ১৩৫ জনকে জেদ্দা পাঠানো হচ্ছে।

স্থানীয় সময় রোববার ভোর চারটার (বাংলাদেশ সময় সকাল ৮টায়) পোর্ট সুদান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন তারা। এই ১৩৫ জনের মধ্যে নারী, শিশু ও বয়স্ক লোকদের প্রাধান্য দেওয়া হয়েছে।

তবে বাকিদের কীভাবে নেওয়া হবে এখনো জানানো হয়নি। বর্তমানে পোর্ট সুদানে জেদ্দায় ফেরার অপেক্ষায় থাকা ট্রাভেল এজেন্সিতে কর্মরত আবু বক্কর সিদ্দিক এসব কথা বলেন।

সৌদি কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময় অনুযায়ী, জেদ্দায় পৌঁছার ৭২ ঘণ্টার মধ্যে তাদের দেশে ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এ নিয়ে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গত মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে সুদানে বড় ধরনের সংঘাত চলছে। দেশটিতে বসবাসরত প্রায় দেড় হাজার বাংলাদেশির মধ্যে ৬৫০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন। সুদান পরিস্থিতি অনিরাপদ হওয়ায় বাকিদেরও ফিরে আসতে বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

পোর্ট সুদান থেকে জাহাজে নয়, বিমানে জেদ্দা যাচ্ছেন ১৩৫ বাংলাদেশি

আপডেট সময় ১০:৪৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩

যুদ্ধবিধ্বস্ত সুদানে আটকেপড়া প্রায় ৬৫০ বাংলাদেশি বর্তমানে পোর্ট সুদানে অবস্থান করছেন। সেখান থেকে জাহাজে সৌদি আরবের জেদ্দায় পৌঁছানোর অপেক্ষায় ছিলেন তারা। সময়মতো জাহাজ না পাওয়ায় এখন বিমানে করেই ১৩৫ জনকে জেদ্দা পাঠানো হচ্ছে।

স্থানীয় সময় রোববার ভোর চারটার (বাংলাদেশ সময় সকাল ৮টায়) পোর্ট সুদান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন তারা। এই ১৩৫ জনের মধ্যে নারী, শিশু ও বয়স্ক লোকদের প্রাধান্য দেওয়া হয়েছে।

তবে বাকিদের কীভাবে নেওয়া হবে এখনো জানানো হয়নি। বর্তমানে পোর্ট সুদানে জেদ্দায় ফেরার অপেক্ষায় থাকা ট্রাভেল এজেন্সিতে কর্মরত আবু বক্কর সিদ্দিক এসব কথা বলেন।

সৌদি কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময় অনুযায়ী, জেদ্দায় পৌঁছার ৭২ ঘণ্টার মধ্যে তাদের দেশে ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এ নিয়ে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গত মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে সুদানে বড় ধরনের সংঘাত চলছে। দেশটিতে বসবাসরত প্রায় দেড় হাজার বাংলাদেশির মধ্যে ৬৫০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন। সুদান পরিস্থিতি অনিরাপদ হওয়ায় বাকিদেরও ফিরে আসতে বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছেন।