আফগানিস্তানে সামরিক দায়িত্ব পালনকালে ২৫ জনকে হত্যা নিয়ে কোনো অনুশোচনা নেই বলে ব্রিটেনের প্রিন্স হ্যারি যে মন্তব্য করেছেন, তার তীব্র সমালোচনা করেছে তালেবান প্রশাসন। আর আফগানিস্তানের এক সিনিয়র কর্মকর্তা নির্দোষ বেসামরিক নাগরিকদের খুন করার জন্য তাকে অভিযুক্ত করেছেন।
তালেবান নেতা আনা হাক্কানি শুক্রবার আলজাজিরাকে বলেন, ‘আমরা যাচাই করে দেখেছি, প্রিন্স হ্যারি যে দিনগুলোতে ২৫ জনকে হত্যার কথা বলেছেন, ওই সময় হেলমান্দে আমাদের কোনো হতাহত হয়নি। ফলে এটা পরিষ্কার যে বেসামরিক ও সাধারণ মানুষ ছিল টার্গেট।’
তিনি বলেন, ‘এই কাহিনী হলো আফগানিস্তানে গত ২০ বছরে পাশ্চাত্যের সামরিক উপস্থিতির সময়কার অনেক যুদ্ধাপরাধের একটি অংশবিশেষ। এটা তাদের করা অপরাধের কোনো পূর্ণাঙ্গ চিত্র নয়।’
এই তালেবান নেতা ইতোপূর্বে প্রিন্স হ্যারির বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ এনেছিলেন।
হাক্কানি তার টুইটে বলেন, ‘মি. হ্যারি! আপনি যাদের হত্যা করেছেন তারা দাবার ঘুঁটি নয়। তারা মানুষ।’
উল্লেখ্য, প্রিন্স হ্যারি তার প্রকাশিতব্য গ্রন্থে বলেছিলেন, তিনি এ কাজের জন্য গর্বিতও নন, লজ্জিতও নন। বরং তিনি টার্গেটগুলোকে নির্মূল করাকে দাবার বোর্ড থেকে ‘দাবার ঘুঁটি’ সরানোর কাজ হিসেবে বিবেচনা করেন।
হাক্কানি বলেন, “আপনি যা বলেছেন, তা সত্য; আমাদের নির্দোষ লোকজন আপনাদের সৈন্য, সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতাদের কাছে ছিল দাবার ঘুঁটি। কিন্তু তবুও ওই ‘খেলায়’ আপনারা হেরে গেছেন।’
তালেবান ২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফিরে আসে। ওই সময় আমেরিকান নেতৃত্বাধীন ন্যাটো সৈন্যরা ২০ বছর আফগানিস্তানে দখলদারিত্বের অবসান ঘটায়। এই দীর্ঘ সময়ে হাজার হাজার আফগান নিহত হয়। এদের বেশির ভাগই ছিল নির্দোষ বেসামরিক নাগরিক। দেশটি এখনো যুদ্ধের সেই অবস্থা কাটিয়ে ওঠতে পারেনি।
সূত্র : আলজাজিরা