নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাসায় চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে।
শুক্রবার ভোর রাতে ফতুল্লার কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় তারা সবাই ঘুমন্ত ছিল। দগ্ধদের চিৎকারে আশপাশের লোকজন তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন মো: তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ থেকে আসা রিকশাচালক সালাম মণ্ডল (৫৫) ৭০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী গার্মেন্টসকর্মী বুলবুলি বেগম (৪৫) ২৫ শতাংশ দগ্ধ, ছেলে মো: টুটুল (২৫) ৬০ শতাংশ দগ্ধ, মেয়ে সনিয়া আক্তার (২২) ৪২ শতাংশ দগ্ধ, ও নাতনী মেহজাবিন (৭) ৩৫ শতাংশ দগ্ধ হয়েছেন।
স্থানীয় বাসিন্দা আসলাম সিকদার জানান, ফতুল্লার কাশিপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। ভোর রাতে তাদের ‘আগুন’ ‘আগুন’ বলে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাদের সবার শরীরে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা।
তিনি আরো জানান, ঘরের মধ্যে চার্জার ফ্যান বৈদ্যুতিক সংযোগের সাথে ছিল। ভোর রাতের দিকে ফ্যানের বিস্ফোরণ ঘটলে ঘুমন্ত সবাই দগ্ধ হয়।