ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফতুল্লায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১১:৩৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • ১১৩৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় মা মধুমালা বেগমকে (৫৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলে। নিহতের স্বামী নুরুল ইসলামের অভিযোগে ধারাল বটিসহ ঘাতক সুমন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফতুল্লা রেলস্টেশন উকিলবাড়ি এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

নুরুল ইসলাম জানান, ‘পরিবার নিয়ে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন উকিলবাড়ি মোড় এলাকায় কামরুন নাহারের বাড়িতে ভাড়া থাকি। বাড়ির কাছে আমার ভাতের হোটেল আছে। আমরা স্বামী-স্ত্রী ওই হোটেল চালাই। আমার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে সুমন দ্বিতীয় সন্তান। মানসিক ভারসাম্যহীন হওয়ায় সুমনকে তার স্ত্রী তালাক দিয়ে দুই মেয়েসহ বাবার বাড়ি চলে যায়। এরপর, ছয় বছর আগে সুমনকে বিদেশে (ইরাক) পাঠানো হয়। সেখানে দু’মাস থেকে দেশে ফিরে আসে সে। রাতে হোটেল থেকে বাসায় ফেরার পথে সুমন ঘর থেকে বটি নিয়ে রাস্তায় তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এতে তার মা ঘটনাস্থলেই নিহত হয়। এরপর সুমন বটি হাতে নিয়ে ঘরে গিয়ে খাটে শুয়ে ছিল। খবর পেয়ে থানায় জানালে পুলিশ এসে সুমনকে ঘর থেকে বটিসহ গ্রেফতার করে এবং তার মায়ের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।’

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম বলেন, ‘মাকে খুনে অভিযোগে ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে ছেলেকে ভারসাম্যহীন বলা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

ফতুল্লায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

আপডেট সময় ১১:৩৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় মা মধুমালা বেগমকে (৫৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলে। নিহতের স্বামী নুরুল ইসলামের অভিযোগে ধারাল বটিসহ ঘাতক সুমন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফতুল্লা রেলস্টেশন উকিলবাড়ি এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

নুরুল ইসলাম জানান, ‘পরিবার নিয়ে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন উকিলবাড়ি মোড় এলাকায় কামরুন নাহারের বাড়িতে ভাড়া থাকি। বাড়ির কাছে আমার ভাতের হোটেল আছে। আমরা স্বামী-স্ত্রী ওই হোটেল চালাই। আমার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে সুমন দ্বিতীয় সন্তান। মানসিক ভারসাম্যহীন হওয়ায় সুমনকে তার স্ত্রী তালাক দিয়ে দুই মেয়েসহ বাবার বাড়ি চলে যায়। এরপর, ছয় বছর আগে সুমনকে বিদেশে (ইরাক) পাঠানো হয়। সেখানে দু’মাস থেকে দেশে ফিরে আসে সে। রাতে হোটেল থেকে বাসায় ফেরার পথে সুমন ঘর থেকে বটি নিয়ে রাস্তায় তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এতে তার মা ঘটনাস্থলেই নিহত হয়। এরপর সুমন বটি হাতে নিয়ে ঘরে গিয়ে খাটে শুয়ে ছিল। খবর পেয়ে থানায় জানালে পুলিশ এসে সুমনকে ঘর থেকে বটিসহ গ্রেফতার করে এবং তার মায়ের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।’

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম বলেন, ‘মাকে খুনে অভিযোগে ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে ছেলেকে ভারসাম্যহীন বলা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’