রাজধানীর ফার্মগেটে ট্র্যাফিক পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার মনির হত্যা মামলায় দুই ছিনতাইকারী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আসামিরা হলেন রাব্বি ও লিটন মিয়া।
আজ সোমবার আসামিদের আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করে পুলিশ। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ঘটনার দিন ভোরে কনস্টেবল মনিরুজ্জামান শেরপুর থেকে বাসে করে ঢাকায় আসে। ছিনতাইয়ের শিকার হওয়ার আগে তিনি ফার্মগেটে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন।
এ সময় তিন ছিনতাইকারীর মধ্যে একজন প্রথমে কনস্টেবল মনিরুজ্জামানের রাস্তা অবরোধ করে এবং তার কাছে মানিব্যাগ চান। কিন্তু মনিরুজ্জামান মানিব্যাগ দিতে অস্বীকৃতি জানিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করেন। ছিনতাইকারী তিনজন হওয়ায় তিনি তাদের সঙ্গে পেরে ওঠেননি। তখন ছিনতাইকারীরা মনিরুজ্জামানের শরীরে একাধিক জায়গায় আঘাত করে তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা ঘটিয়ে তারা মোহাম্মদপুরের দিকে চলে যায়। সেখান থেকে তারা আলাদা হয়ে যায়।