ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বগুড়ায় বাসচাপায় শিশুসহ নিহত ৫

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৭:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৪৩ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে এক শিশু, তিন পুরুষ ও এক নারী রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক অটোযাত্রী।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন গাবতলীর কদমতলীর বাসিন্দা ও অটোরিকশা চালক হযরত আলী (৫০) এবং তিন যাত্রী হলেন ধুনটের বেড়ের বাড়ির নুরনবী বাদশা (৬০), ব্যবসায়ী গোলাম রব্বানী বাদশা (৬০) ও শিশু আফসানা মিমি (৫)। নিহত এক যাত্রীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

এছাড়া আহত একজনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কৈগাড়ী ফাঁড়ির এএসআই আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ধুনট উপজেলায়। সুজাবাদ দহপাড়ায় পৌঁছালে রাস্তার ডানে মোড় নেয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

এ সময় বাসের চাপায় অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনার পর পরই উত্তেজিত স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের পিছনের অংশ পুড়ে যায়।

শাজাহানপুর থানার এসআই মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা বলছে সিএনজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রতি পরিবারকে ২০ হাজার টাকা দাফন কাফনের জন্য দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

বগুড়ায় বাসচাপায় শিশুসহ নিহত ৫

আপডেট সময় ০৭:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে এক শিশু, তিন পুরুষ ও এক নারী রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক অটোযাত্রী।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন গাবতলীর কদমতলীর বাসিন্দা ও অটোরিকশা চালক হযরত আলী (৫০) এবং তিন যাত্রী হলেন ধুনটের বেড়ের বাড়ির নুরনবী বাদশা (৬০), ব্যবসায়ী গোলাম রব্বানী বাদশা (৬০) ও শিশু আফসানা মিমি (৫)। নিহত এক যাত্রীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

এছাড়া আহত একজনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কৈগাড়ী ফাঁড়ির এএসআই আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ধুনট উপজেলায়। সুজাবাদ দহপাড়ায় পৌঁছালে রাস্তার ডানে মোড় নেয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

এ সময় বাসের চাপায় অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনার পর পরই উত্তেজিত স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের পিছনের অংশ পুড়ে যায়।

শাজাহানপুর থানার এসআই মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা বলছে সিএনজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রতি পরিবারকে ২০ হাজার টাকা দাফন কাফনের জন্য দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।