ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ববিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৬:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • ১১২৬ বার পড়া হয়েছে

বরিশাল বিশ্ববিদ‌্যালয়ের ( ববি) ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহম্মেদ সিফাতসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখমের ঘটনায় প্রতিবাদ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই প্রতিবাদ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা শের-ই- বাংলা হলে ঢুকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন মহিউদ্দিন আহমেদ সিফাতের অনুসারি ছাত্রলীগ কর্মী ১৫-১৬ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম নিলয়, আইন বিভাগের মাহমুদুল হাসান তমাল ও বাংলা বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের রাকিব।

শরিফুল ইসলাম নিলয় বলেন, বিশ্ববিদ্যালয়ের হল শিক্ষার্থীদের নিরাপদ জায়গা৷ তবে আজকে হলে খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আবাসিক হলে এসে দুবৃত্তরা হামলা করেছে। এটা বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনেরই দুর্বলতা। আমরা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি।

অন্যান্যরা বলেন, হলে আজকে শিক্ষার্থীরা নিরাপদ নয় বিশ্ববিদ্যালয় ও শের-ই-বাংলা হল প্রশাসনের ব্যর্থতা আর অবহেলার কারণে। বক্তারা বলেন, হামলাকারীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান না করা হলে আমরা পরবর্তীতে আরও জোরালো কর্মসূচির ডাক দিব।

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শের-ই- বাংলা হলের ৪০১৮ নম্বর কক্ষে হেলমেট পরা ১০ থেকে ১৫ জন হামলা করে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহম্মেদ সিফাত সহ দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। ঘটনায় আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

ববিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৬:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩

বরিশাল বিশ্ববিদ‌্যালয়ের ( ববি) ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহম্মেদ সিফাতসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখমের ঘটনায় প্রতিবাদ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই প্রতিবাদ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা শের-ই- বাংলা হলে ঢুকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন মহিউদ্দিন আহমেদ সিফাতের অনুসারি ছাত্রলীগ কর্মী ১৫-১৬ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম নিলয়, আইন বিভাগের মাহমুদুল হাসান তমাল ও বাংলা বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের রাকিব।

শরিফুল ইসলাম নিলয় বলেন, বিশ্ববিদ্যালয়ের হল শিক্ষার্থীদের নিরাপদ জায়গা৷ তবে আজকে হলে খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আবাসিক হলে এসে দুবৃত্তরা হামলা করেছে। এটা বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনেরই দুর্বলতা। আমরা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি।

অন্যান্যরা বলেন, হলে আজকে শিক্ষার্থীরা নিরাপদ নয় বিশ্ববিদ্যালয় ও শের-ই-বাংলা হল প্রশাসনের ব্যর্থতা আর অবহেলার কারণে। বক্তারা বলেন, হামলাকারীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান না করা হলে আমরা পরবর্তীতে আরও জোরালো কর্মসূচির ডাক দিব।

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শের-ই- বাংলা হলের ৪০১৮ নম্বর কক্ষে হেলমেট পরা ১০ থেকে ১৫ জন হামলা করে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহম্মেদ সিফাত সহ দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। ঘটনায় আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।