ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

‘বরবাদ’র জন্য ভারত গেলেন শাকিব খান

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১২:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ১০৮৬ বার পড়া হয়েছে

‘প্রিয়তমা’র সাফল্যের পর আবারও জুটি বাঁধলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। এবার এই জুটিকে নিয়ে ‘বরবাদ’ নির্মাণ করছেন মেহেদী হাসান হৃদয়। ভারতের মুম্বাইয়ের আগামী বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে দৃশ্যধারণের কাজ।

জানা গেছে, এতে অংশ নিতে আজ মঙ্গলবারই দেশটির উদ্দেশে উড়াল দিয়েছেন শাকিব। প্রায় একমাস মুম্বাই থাকবেন তিনি।

এদিকে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন জানিয়েছে, আগামীকাল থেকে শুটিং শুরু করবেন ইধিকা পাল। দ্বিতীয়বারের মতো শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন চলেছেন নায়িকা।

সিনেমাটি প্রসঙ্গে মেহেদী হাসান হৃদয়ের ভাষ্য, ‘বাংলার দর্শক এর আগে অনেক অ্যাকশন ছবি দেখেছেন। কিন্তু এই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুতে না করেননি। শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক রয়েছে। আমাদের বিশ্বাস, দর্শকরা হতাশ হবে না।’

উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল ‘প্রিয়তমা’। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় অভিষেক করেন ইধিকা। এর আগে, টালিউডের একটি সিনেমায় অভিনয় করলেও এটিই ছিল অভিনেত্রীর প্রথম ‍মুক্তিপ্রাপ্ত সিনেমা।

চলতি বছরই ‘তুফান’ সাফল্য ঘরে তুলেছেন শাকিব খান। এই মুহূর্তে অপেক্ষা তার আসন্ন সিনেমা ‘দরদ’ মুক্তির। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। এতে শাকিবের বিপরীতে জুটি বেঁধেছেন বলিউডের সোনাল চৌহান। অন্যান্য চরিত্রে আরও রয়েছেন পায়েল সরকার, লুৎফুর রহমান জর্জ, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেবসহ অনেকে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

‘বরবাদ’র জন্য ভারত গেলেন শাকিব খান

আপডেট সময় ১২:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

‘প্রিয়তমা’র সাফল্যের পর আবারও জুটি বাঁধলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। এবার এই জুটিকে নিয়ে ‘বরবাদ’ নির্মাণ করছেন মেহেদী হাসান হৃদয়। ভারতের মুম্বাইয়ের আগামী বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে দৃশ্যধারণের কাজ।

জানা গেছে, এতে অংশ নিতে আজ মঙ্গলবারই দেশটির উদ্দেশে উড়াল দিয়েছেন শাকিব। প্রায় একমাস মুম্বাই থাকবেন তিনি।

এদিকে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন জানিয়েছে, আগামীকাল থেকে শুটিং শুরু করবেন ইধিকা পাল। দ্বিতীয়বারের মতো শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন চলেছেন নায়িকা।

সিনেমাটি প্রসঙ্গে মেহেদী হাসান হৃদয়ের ভাষ্য, ‘বাংলার দর্শক এর আগে অনেক অ্যাকশন ছবি দেখেছেন। কিন্তু এই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুতে না করেননি। শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক রয়েছে। আমাদের বিশ্বাস, দর্শকরা হতাশ হবে না।’

উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল ‘প্রিয়তমা’। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় অভিষেক করেন ইধিকা। এর আগে, টালিউডের একটি সিনেমায় অভিনয় করলেও এটিই ছিল অভিনেত্রীর প্রথম ‍মুক্তিপ্রাপ্ত সিনেমা।

চলতি বছরই ‘তুফান’ সাফল্য ঘরে তুলেছেন শাকিব খান। এই মুহূর্তে অপেক্ষা তার আসন্ন সিনেমা ‘দরদ’ মুক্তির। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। এতে শাকিবের বিপরীতে জুটি বেঁধেছেন বলিউডের সোনাল চৌহান। অন্যান্য চরিত্রে আরও রয়েছেন পায়েল সরকার, লুৎফুর রহমান জর্জ, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেবসহ অনেকে।