বরিশাল নগরীর লঞ্চঘাটে দধি-চিড়া খেয়ে বিল দেওয়া নিয়ে ক্রেতাকে মারধর করে দাড়িঁ ছিড়ে ফেলার ঘটনায় ঘোষ মিষ্টান্ন ভান্ডারের ম্যানেজার ভবতোষ সাহা ভানু সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার আহত মোঃ সৌরভ ঢালীর পিতা মোঃ আলমগীর ঢালী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অন্যান্য আসামীরা হলেন, সমীর দাস, সুকুমার মালী ও শ্যামল বিশ্বাস। এরা সবাই ঘোষ মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী ও কারিকর।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, বাদীর ছেলে মোঃ সৌরভ ঢালী গত ১০ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় লঞ্চঘাটস্থ ঘোষ মিষ্টান্ন ভান্ডারে গিয়ে দধি-চিড়া খায়। এরপরে বিল দিতে গেলে দোকানের ম্যানেজার ভবতোষ সাহা ভানু ৪০ টাকা বিল দিতে বলে। তখন বাদীর ছেলে জানায় গত দিন ৩০টাকা দিয়ে খেয়েছি আজ কেন ৪০ টাকা চান। এ নিয়ে আসামীদের সাথে বাদীর ছেলের তর্কা-তর্কি ও ধাক্কা-ধাক্কি হয়।এক পর্যায় আসামীরা তাকে এলোপাথারি মারধর করে গুরুতর আহত করে। ২নং আসামী সমীর দাস বাদীর ছেলের দাড়ি টান দিয়ে এক মুষ্টি ছিড়ে ফেলে। এতে বাদীর ছেলে গুরুতর আহত হলে স্থানীয়রা এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। বাদীর ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।এদিকে এ ঘটনায় পুলিশ ভবতোষ সাহা ভানু ও শ্যামল বিশ্বাসকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আজ বুধবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট (আমলী আদালত-২) আদাতলে সোপর্দ করা হলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করেন।