ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বরিশালে চাঁদাবাজি বন্ধে বাজারে সাইনবোর্ড ঝুলিয়েছে বিএনপি

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৬:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ১০৯৩ বার পড়া হয়েছে

বরিশাল নগরীর বিভিন্ন বাজারে চাঁদাবাজ প্রতিরোধে সচেতন করতে সাইনবোর্ড টানিয়েছে মহানগর বিএনপি। সোমবার বিকেলে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার এসব সাইনবোর্ড ঝুলিয়েছেন।

মঙ্গলবার সকালে জিয়াউদ্দিন সিকদার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ বিভিন্ন সাংবাদিকরা ফোন করে জানতে চেয়েছেন নগরীর বিভিন্ন বাজার থেকে বিএনপির নেতাকর্মীদের নাকি চাঁদা আদায় করছেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, এসব কাজে বিএনপি কিংবা তার অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীরা জড়িত নেই। কিছু সুযোগ সন্ধানীরা এসব কাজ করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীর ওপর দায় চাপিয়ে দেয়। এসব চাঁদাবাজি বন্ধে নগরীর নথুল্লাবাদ এলাকার দুইটি বাজারে সচেতনমুলক সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য বাজারেও সাইনবোর্ড টানিয়ে দেয়া হবে।

সাইনবোর্ডে লেখা হয়েছে-‘বিএনপি বা সংশ্লিষ্ট যেকোন সংগঠনের নামে চাঁদাবাজি করলে তাকে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অর্পন করুন’। সাইনবোর্ডের নিচে জিয়াউদ্দিন সিকদার তার নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে লিখেছেন, চাঁদাবাজ সম্পর্কে তাকে অবহিত করা হলে চাঁদাবাজির সাথে বিএনপির কেউ জড়িত থাকলে তাকে দল থেকে বহিস্কার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

বরিশালে চাঁদাবাজি বন্ধে বাজারে সাইনবোর্ড ঝুলিয়েছে বিএনপি

আপডেট সময় ০৬:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

বরিশাল নগরীর বিভিন্ন বাজারে চাঁদাবাজ প্রতিরোধে সচেতন করতে সাইনবোর্ড টানিয়েছে মহানগর বিএনপি। সোমবার বিকেলে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার এসব সাইনবোর্ড ঝুলিয়েছেন।

মঙ্গলবার সকালে জিয়াউদ্দিন সিকদার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ বিভিন্ন সাংবাদিকরা ফোন করে জানতে চেয়েছেন নগরীর বিভিন্ন বাজার থেকে বিএনপির নেতাকর্মীদের নাকি চাঁদা আদায় করছেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, এসব কাজে বিএনপি কিংবা তার অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীরা জড়িত নেই। কিছু সুযোগ সন্ধানীরা এসব কাজ করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীর ওপর দায় চাপিয়ে দেয়। এসব চাঁদাবাজি বন্ধে নগরীর নথুল্লাবাদ এলাকার দুইটি বাজারে সচেতনমুলক সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য বাজারেও সাইনবোর্ড টানিয়ে দেয়া হবে।

সাইনবোর্ডে লেখা হয়েছে-‘বিএনপি বা সংশ্লিষ্ট যেকোন সংগঠনের নামে চাঁদাবাজি করলে তাকে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অর্পন করুন’। সাইনবোর্ডের নিচে জিয়াউদ্দিন সিকদার তার নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে লিখেছেন, চাঁদাবাজ সম্পর্কে তাকে অবহিত করা হলে চাঁদাবাজির সাথে বিএনপির কেউ জড়িত থাকলে তাকে দল থেকে বহিস্কার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।