বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকা কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছেন। বাবুগঞ্জের রহমতপুর কৃষি কলেজের ছাত্রী ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার সন্তান রত্না শনিবার গভীর রাতে হোস্টেলের কক্ষে গলায় ফাঁস দেন।
রোববার সকালে তার মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, রত্নার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল অন্তর নামের এক যুবকের। তারা দুজনই বরিশাল বাবুগঞ্জের রহমতপুর কৃষি কলেজের শিক্ষার্থী। গত কয়েকদিন ধরে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। পরে রত্না তার প্রেমিক অন্তরের মোবাইল ফোনে ভিডিও কল করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ ঘটনায় থানায় একটি আত্মহত্যায় প্ররোচনা মামলা হয়েছে এবং প্রেমিক অন্তরকে আটক পরে পুলিশ। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।’