ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বরিশালে বিএনপি মামলায় ইউপি চেয়ারম্যান মশিউর র‌্যাবের হাতে গ্রেপ্তার

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ১০৯৪ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৩নং দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

বুধবার (২ অক্টোবর) দুপুর ৩টার দিকে দেহেরগতি ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করে বাবুগঞ্জ থানা হেফাজতে রাখা হয়।

জানা গেছে, বরিশাল মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে আগুন দিয়ে লুটপাট ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) অলিউল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন ঘটনায় কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে কোতোয়ালি থানার মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এদিকে চেয়ারম্যান মশিউর রহমান কে গ্রেফতারের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অনেকই জনপ্রিয় এই চেয়ারম্যানকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়ে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে।

ওই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সদ্য সাবেক সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ, সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ এবং সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর।

উল্লেখ্য- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট নগরের সদর রোডে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৩ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান বাদী হয়ে ৩৮১ জনের নাম উল্লেখ এবং ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

বরিশালে বিএনপি মামলায় ইউপি চেয়ারম্যান মশিউর র‌্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৩নং দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

বুধবার (২ অক্টোবর) দুপুর ৩টার দিকে দেহেরগতি ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করে বাবুগঞ্জ থানা হেফাজতে রাখা হয়।

জানা গেছে, বরিশাল মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে আগুন দিয়ে লুটপাট ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) অলিউল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন ঘটনায় কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে কোতোয়ালি থানার মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এদিকে চেয়ারম্যান মশিউর রহমান কে গ্রেফতারের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অনেকই জনপ্রিয় এই চেয়ারম্যানকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়ে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে।

ওই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সদ্য সাবেক সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ, সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ এবং সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর।

উল্লেখ্য- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট নগরের সদর রোডে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৩ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান বাদী হয়ে ৩৮১ জনের নাম উল্লেখ এবং ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।