বরিশালে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা দায়ের করে তাদের কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
বিএমপি’র বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগর গোয়েন্দা পুলিশের একটি দল গত শনিবার রাত ১টার দিকে কাউনিয়া ৩ নম্বর ওয়ার্ডের টেক্সটাইল জোড়া টাওয়ার সংলগ্ন কাগাসুরা এলাকায় অভিযান চালায়। এ সময় সজল গাজী ওরফে সাজন (২৫) এবং সুমন খান (৩০) নামে দুইজনকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে তারা।
এদিকে, গোয়েন্দা পুলিশের আরেকটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আড়াইটার দিকে কাউনিয়া বিসিক খালপাড় বঙ্গবন্ধু কলোনীর শিল্পী বেগমের ঘরে অভিযান চালায়।
এসময় ২ কেজি গাঁজাসহ শিল্পিকে আটক করেন তারা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করে আটক ৩ জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।