বরিশালে ছয় প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ জানুয়ারি) বিকেলে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস।
তিনি জানান, নোংরা, অপরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, পানির ট্যাংকে শ্যাওলা, ডিপ ফ্রিজে কাঁচা ও রান্না খাবার একত্রে সংরক্ষণসহ নানা অনিয়মে ছয় প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন।