বরিশালের নগরীর রেইনট্রিতলা এলাকায় থ্রি-হুইলার (মাহেন্দ্র আলফা) ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। রোববার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর রেইন্ট্রিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, আলফা-মাহিন্দ্রা ছয়জন যাত্রী নিয়ে বরিশাল থেকে রহমতপুরের দিকে যাচ্ছিল। এসময় রেইনট্রিতলায় আরেকটি মাহিন্দ্রা ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আলফা-মাহিন্দ্রার সব যাত্রী আহত হন। তাদের মধ্যে থেকে ড্রাইভার বেলাল, যাত্রী হাসিবুল ও আশ্রাব আলীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এয়ারপোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জামাল হোসেন জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।