বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে ওই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মনির খলিফা। এতে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে ভুক্তভোগী রিয়াজ হোসেন আকন ও তার বন্ধু সোবাহান মৃধা।
রেজাউল করিম মনির খলিফা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জসিম খলিফার ছেলে ও দূর্গাপাশা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
ভুক্তভোগী একই ইউনিয়নের ঘোষকাঠি লক্ষীবর্ধন গ্রামের মোক্তার আকনের ছেলে রিয়াজ আকন বলেন, প্রায় এক বছর আগে বালু বিক্রির দেড় লাখ টাকা পাওনা ছিল মনির খলিফার কাছে। দীর্ঘদিন পাওনা টাকা চাইলেও টাকা দেয়নি তিনি। গত বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ইউনিয়নের সেনের বাজারে বসে মনির খলিফার কাছে টাকা চাইলে প্রথমে তর্কবিতর্ক হয়। পরবর্তীতে কথা কাটাকাটির জেড়ে আমার উপরে দেশীয় অস্ত্র দিয়ে দিয়ে হামলা করে মনির খলিফা ও তার বাহিনী। তখন ডাক চিৎকার দিলে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেসময় আমার সাথে থাকা আমার বন্ধু শাহজাহান মৃধার ছেলে সোবাহান মৃধাকেও মারধর করে মনির খলিফা।
ভুক্তভোগী রিয়াজ আকন আরও বলেন, বিগত পনেরো বছর আওয়ামী লীগের দলীয় ক্ষমতা ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে মনির খলিফা ও তার বাহিনী। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।