ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বান্দরবানের ৩ উপজেলায় সব ব্যাংকের কার্যক্রম বন্ধ

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৩:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • ১০৯৯ বার পড়া হয়েছে

বান্দরবানের তিন উপজেলা রুমা, থানচি ও রোয়াংছড়িতে সোনালী ব্যাংকসহ সব ব্যাংকের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বান্দরবান সদরের সোনালী ব্যাংক শাখার অতিরিক্ত মহাব্যবস্থাপক ওসমান গণি এই তথ্য জানান।

তিনি জানান, রুমা, থানচি ও রোয়াংছড়িতে সব ব্যাংকের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বান্দরবান সদর শাখায় সোনালী ব্যাংকের কার্যক্রম চালু রয়েছে। বান্দরবানের থানচি ও রুমায় ব্যাংক ডাকাতি হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল দুপুর সোয়া ১২টার দিকে জেলার থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল সাধারণ গ্রাহক ও কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে বন্ধ করে রাখে। পরে ব্যাংকের ক্যাশ থেকে টাকা লুট করে পালিয়ে যায়।

তারও আগে গতকাল মঙ্গলবার রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রুমা শাখার ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

বান্দরবানের ৩ উপজেলায় সব ব্যাংকের কার্যক্রম বন্ধ

আপডেট সময় ০৩:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

বান্দরবানের তিন উপজেলা রুমা, থানচি ও রোয়াংছড়িতে সোনালী ব্যাংকসহ সব ব্যাংকের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বান্দরবান সদরের সোনালী ব্যাংক শাখার অতিরিক্ত মহাব্যবস্থাপক ওসমান গণি এই তথ্য জানান।

তিনি জানান, রুমা, থানচি ও রোয়াংছড়িতে সব ব্যাংকের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বান্দরবান সদর শাখায় সোনালী ব্যাংকের কার্যক্রম চালু রয়েছে। বান্দরবানের থানচি ও রুমায় ব্যাংক ডাকাতি হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল দুপুর সোয়া ১২টার দিকে জেলার থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল সাধারণ গ্রাহক ও কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে বন্ধ করে রাখে। পরে ব্যাংকের ক্যাশ থেকে টাকা লুট করে পালিয়ে যায়।

তারও আগে গতকাল মঙ্গলবার রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রুমা শাখার ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।