ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভোলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবার মৃত্যু, নিখোঁজ ছেলে

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৬:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ১০৮৮ বার পড়া হয়েছে

ভোলায় নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপা‌তে মো: সালাউ‌দ্দিন মা‌ঝি (৩৬) নামে এক জেলের মৃত্যু হ‌য়ে‌ছে। এঘটনায় নদীতে পরে যাওয়া তার ছেলে মো: শা‌হিন (১১) নিখোঁজ রয়েছেন। এছাড়াও এ ঘটনায় মো: লিটন মা‌ঝি নামে আরও একজন আহত হয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫ টার দিকে ভোলা সদর উপজেলার ধ‌নিয়া ইউ‌নিয়নের কোড়ারহাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সালাউ‌দ্দিন মা‌ঝি ভোলা সদর উপজেলার ধ‌নিয়া ইউ‌নিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোড়ার হাট বে‌ড়ি বাঁধ এলাকায় মো: আব্দুর র‌শিদ মা‌ঝির ছেলে।

নিহতের চাচাতো ভাই মো: হারুন মা‌ঝি ঘটনার সত্যতা নি‌শ্চিত করে জানান, সালাউ‌দ্দিন মা‌ঝির নেতৃত্বে তার ছেলে শা‌হিন ও স্থানীয় লিটন মা‌ঝি বিকেলের দিকে ওই এলাকার মেঘনা নদীতে মাছ ধরতে নামেন। হঠাৎ বজ্রপাত হলে সালাউ‌দ্দিন মা‌ঝির গাঁয়ে লাগলে ঘটনাস্থলে নিহত হন। এছাড়াও বজ্রপাতে আঘাতে নদীতে পরে নিখোঁজ হন শা‌হিন ও আহত হন লিটন মা‌ঝি। পরে স্থানীয় জেলেরা সালাউ‌দ্দি‌ন মা‌ঝির লাশ ও আহত লিটন মা‌ঝিকে তীরে নিয়ে আসে। এঘটনায় এখনও নি‌খোঁজ রয়েছেন শা‌হিন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (‌ও‌সি ) মো: মিজানুর রহমান পাটওয়ারী ঘটনার সত্যতা নি‌শ্চিত করেছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

ভোলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবার মৃত্যু, নিখোঁজ ছেলে

আপডেট সময় ০৬:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

ভোলায় নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপা‌তে মো: সালাউ‌দ্দিন মা‌ঝি (৩৬) নামে এক জেলের মৃত্যু হ‌য়ে‌ছে। এঘটনায় নদীতে পরে যাওয়া তার ছেলে মো: শা‌হিন (১১) নিখোঁজ রয়েছেন। এছাড়াও এ ঘটনায় মো: লিটন মা‌ঝি নামে আরও একজন আহত হয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫ টার দিকে ভোলা সদর উপজেলার ধ‌নিয়া ইউ‌নিয়নের কোড়ারহাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সালাউ‌দ্দিন মা‌ঝি ভোলা সদর উপজেলার ধ‌নিয়া ইউ‌নিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোড়ার হাট বে‌ড়ি বাঁধ এলাকায় মো: আব্দুর র‌শিদ মা‌ঝির ছেলে।

নিহতের চাচাতো ভাই মো: হারুন মা‌ঝি ঘটনার সত্যতা নি‌শ্চিত করে জানান, সালাউ‌দ্দিন মা‌ঝির নেতৃত্বে তার ছেলে শা‌হিন ও স্থানীয় লিটন মা‌ঝি বিকেলের দিকে ওই এলাকার মেঘনা নদীতে মাছ ধরতে নামেন। হঠাৎ বজ্রপাত হলে সালাউ‌দ্দিন মা‌ঝির গাঁয়ে লাগলে ঘটনাস্থলে নিহত হন। এছাড়াও বজ্রপাতে আঘাতে নদীতে পরে নিখোঁজ হন শা‌হিন ও আহত হন লিটন মা‌ঝি। পরে স্থানীয় জেলেরা সালাউ‌দ্দি‌ন মা‌ঝির লাশ ও আহত লিটন মা‌ঝিকে তীরে নিয়ে আসে। এঘটনায় এখনও নি‌খোঁজ রয়েছেন শা‌হিন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (‌ও‌সি ) মো: মিজানুর রহমান পাটওয়ারী ঘটনার সত্যতা নি‌শ্চিত করেছেন।