ভোলা-৪ চরফ্যাশন-মনপুরার জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, নৌকার বিজয় সু-নিশ্চিত। আগামী ৭ জনুয়ারি অত্যন্ত সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে দলের সবাইকে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে কাজ করে নৌকা মার্কাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
নির্বাচন আচরণবিধি বিধি লংঘন হয় এমন কোন কাজ করা যাবে না। ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন যে পরিমাণ উন্নয়ন এই আওয়ামী লীগ সরকারের সময়ে ভোলা-৪ তথা চরফ্যাশন ও মনপুরায় হয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে নৌকা মার্কাকে বিজয়ী করবে।
তিনি আরো বলেন আমি আপনাদের সন্তান এবং আপনাদেরই একজন। যতদিন বেঁচে থাকব আপনাদের সুখে দুখে আপনাদের পাশে
থাকবো এবং বাংলাদেশ আওয়ামী সরকারের জন্য কাজ করে যাব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার চরফ্যাশন উপজেলার মুখরবান্ধা বাজারে ও ওচমানগঞ্জ চৌমহনী নির্বাচণী পথসভায় পৃথক পৃথক ভাবে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত কথাগুলো বলেন।
এছাড়াও ইতিপূর্বে চর মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শফিউল্লাহ হাওলাদারের অকাল মৃত্যু আলোচনা ও দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন আখন, চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোহাম্মদ মোরশেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, ওমরপুর ইউপির চেয়ারম্যান একে এম সিরাজুল ইসলাম, ওচমানগঞ্জ ইউপির চেয়ারম্যন আবুল কাশেম মোল্লা, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এওয়াজপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী মোঃ ইউনুস আল মামুন এবং বিভিন্ন ইউনিয়নের নির্বাচনে দায়িত প্রাপ্ত প্রধান সমন্বয়কারী, সহকারী সমন্বয়কারী, চেয়ারম্যান এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সভাপতি ও সম্পাদকগণ।