ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ময়মনসিংহ-৩ ভালুকাপুর কেন্দ্রে চলছে ভোটগ্রহণ

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১২:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • ১১১৪ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া ময়মনসিংহ-৩ আসনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আজ শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

জানা যায়, গত ৭ জানুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল ছাড়াও ভাঙচুর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফলে এক কেন্দ্রে এত অনিয়মে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ-৩ আসনের ফল ঘোষণা। স্থগিত হওয়া কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন।
ময়মনসিংহ-৩ আসনে নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫। এরমধ্যে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজনীন আলম ২ হাজার ২৫০ ভোট, লাঙ্গল প্রতীকের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আকাশ ৩৪৯ ভোট, সোনালী আঁশ প্রতীকের মো. জামাল উদ্দিন ১৫২ ভোট, ফুলকপি প্রতীকের মোর্শেদুজ্জামান সেলিম ১০০ ভোট, আম প্রতীকের মো. শফিউল ইসলাম ১১৭ ভোট, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শরীফ হাসান অনু ৯ হাজার ২২৬ ভোট, কাঁচি প্রতীকের রমিজ উদ্দিন স্বপন ৮৯৩ ভোট পেয়েছেন। তবে ইতোমধ্যেই লাঙ্গল ও ফুলকপি প্রতীকের প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

ময়মনসিংহ-৩ ভালুকাপুর কেন্দ্রে চলছে ভোটগ্রহণ

আপডেট সময় ১২:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া ময়মনসিংহ-৩ আসনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আজ শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

জানা যায়, গত ৭ জানুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল ছাড়াও ভাঙচুর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফলে এক কেন্দ্রে এত অনিয়মে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ-৩ আসনের ফল ঘোষণা। স্থগিত হওয়া কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন।
ময়মনসিংহ-৩ আসনে নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫। এরমধ্যে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজনীন আলম ২ হাজার ২৫০ ভোট, লাঙ্গল প্রতীকের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আকাশ ৩৪৯ ভোট, সোনালী আঁশ প্রতীকের মো. জামাল উদ্দিন ১৫২ ভোট, ফুলকপি প্রতীকের মোর্শেদুজ্জামান সেলিম ১০০ ভোট, আম প্রতীকের মো. শফিউল ইসলাম ১১৭ ভোট, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শরীফ হাসান অনু ৯ হাজার ২২৬ ভোট, কাঁচি প্রতীকের রমিজ উদ্দিন স্বপন ৮৯৩ ভোট পেয়েছেন। তবে ইতোমধ্যেই লাঙ্গল ও ফুলকপি প্রতীকের প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।