ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মশার উৎপাত থেকে মুক্তি পেতে ‘মশারি শোভাযাত্রা’

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৬:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • ১০৯৮ বার পড়া হয়েছে

সিলেটে মশা নিধনের দাবিতে যৌথভাবে মশারি নিয়ে প্রতীকী শোভাযাত্রা ও সমাবেশ করেছে তিনটি সংগঠন। এসময় ‘মশা নিয়ে ভাবনা আর না আর না, সিলেট সিটি করপোরেশনের লোক দেখানো মশার ওষুধ ছিটানো আর দেখতে চাই না চাই না’ এমন স্লোগান দেন তারা।

বুধবার সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসীকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করে। তারা সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে সিলেট সিটি করপোরেশন পর্যন্ত মশারি নিয়ে প্রতীকী শোভাযাত্রা নিয়ে যায়।

প্রতীকী শোভাযাত্রার আগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সিকস’র কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় বক্তৃতা করেন- সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হুসাইন, সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সিলেটের ঘরে-বাইরে, বাসা কিংবা অফিস-সব জায়গায় মশা। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। মশক নিধনে কার্যকর পদক্ষেপ না নিলে সিলেট মহানগরীর মশার নগরীতে পরিণত হবে। সমাবেশ থেকে আগামী এক মাসের মধ্যে মশা নিধনে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে কঠিন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান বক্তারা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

মশার উৎপাত থেকে মুক্তি পেতে ‘মশারি শোভাযাত্রা’

আপডেট সময় ০৬:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

সিলেটে মশা নিধনের দাবিতে যৌথভাবে মশারি নিয়ে প্রতীকী শোভাযাত্রা ও সমাবেশ করেছে তিনটি সংগঠন। এসময় ‘মশা নিয়ে ভাবনা আর না আর না, সিলেট সিটি করপোরেশনের লোক দেখানো মশার ওষুধ ছিটানো আর দেখতে চাই না চাই না’ এমন স্লোগান দেন তারা।

বুধবার সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসীকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করে। তারা সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে সিলেট সিটি করপোরেশন পর্যন্ত মশারি নিয়ে প্রতীকী শোভাযাত্রা নিয়ে যায়।

প্রতীকী শোভাযাত্রার আগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সিকস’র কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় বক্তৃতা করেন- সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হুসাইন, সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সিলেটের ঘরে-বাইরে, বাসা কিংবা অফিস-সব জায়গায় মশা। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। মশক নিধনে কার্যকর পদক্ষেপ না নিলে সিলেট মহানগরীর মশার নগরীতে পরিণত হবে। সমাবেশ থেকে আগামী এক মাসের মধ্যে মশা নিধনে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে কঠিন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান বক্তারা।