ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১২:৫৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • ১১০৯ বার পড়া হয়েছে

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।আজ শনিবার সকাল ৬টার দিক জৈনাবাজার এলাকায় এএ ইয়ার্ন ডাইং লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় উত্তেজিত শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এর পর পৌনে আটটার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত কয়েক মাস ধরেই নতুন কাঠামোতে বেতন নির্ধারণের দাবি জানিয়ে আসছেন তারা। কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব না নিয়ে সময়ক্ষ্যাপন করছে। এ কারণে শনিবার সকালে তারা কাজে যোগ না দিয়ে নতুন কাঠামোতে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে।

পরবর্তী সময়ে শ্রীপুর থানা, শিল্প পুলিশ ও মাওনা হাইওয়ে থানা পুলিশ সাড়ে ছয়টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা ফের জড়ো হয়ে লাঠিসোঠা নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। তারা গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। পুলিশ টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আসাদ জানান, নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে শনিবার সকাল থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা গাড়ি ভাঙচুর করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে। পুলিশ টিয়ারশেল ছুড়লে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায়। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

আপডেট সময় ১২:৫৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।আজ শনিবার সকাল ৬টার দিক জৈনাবাজার এলাকায় এএ ইয়ার্ন ডাইং লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় উত্তেজিত শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এর পর পৌনে আটটার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত কয়েক মাস ধরেই নতুন কাঠামোতে বেতন নির্ধারণের দাবি জানিয়ে আসছেন তারা। কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব না নিয়ে সময়ক্ষ্যাপন করছে। এ কারণে শনিবার সকালে তারা কাজে যোগ না দিয়ে নতুন কাঠামোতে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে।

পরবর্তী সময়ে শ্রীপুর থানা, শিল্প পুলিশ ও মাওনা হাইওয়ে থানা পুলিশ সাড়ে ছয়টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা ফের জড়ো হয়ে লাঠিসোঠা নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। তারা গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। পুলিশ টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আসাদ জানান, নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে শনিবার সকাল থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা গাড়ি ভাঙচুর করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে। পুলিশ টিয়ারশেল ছুড়লে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায়। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।