কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে আইয়ুব আলী (৫৭) নামের এক ব্যক্তি মাদকসহ গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমান্তঘেষা বালারহাট বাজার থেকে তাকে আটক করা হয়। আইয়ুব আলী বিজিবির সাবেক সদস্য। তার বাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনীরাম গ্রামে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বালারহাট বাজার থেকে এক বোতল মদসহ অবসরপ্রাপ্ত বিজিবির সদস্যকে আটক হয়। পরে তাকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।
তিনি আরও বলেন, ‘অপরাধী যেই হোক না কেন কোনো প্রকার ছাড় নেই। কারণ আমাদের প্রধানমন্ত্রী ও বিজিবির মহাপরিচালক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই সারা দেশের ন্যায় লালমনিরহাট-১৫ বিজিবির সদস্যরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।’
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, শুক্রবার সকালে অবসরপ্রাপ্ত বিজিবির সদস্যকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।