ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৮:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • ১১৩২ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল শুক্রবার রাত ১টায় কুয়ালালামপুরের চেরাসের তামান কংনুঘটের এলাকার পৃথক তিনটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ান সংবাদমাধ্যম সান ডেইলির খবরে বলা হয়, অভিযানে অংশ নেওয়া ৮০ জন ইমিগ্রেশন কর্মকর্তা মোট ৬০০ জন দেশি-বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে এর মধ্য থেকে যাদের কাগজপত্র নেই কিংবা মেয়াদোত্তীর্ণ এমন ৪২৫ জনকে আটক করেছে। আটকদের মধ্যে ২৫২ বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ১০৮ জন, ইন্দোনেশিয়ার ৩০ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের সাতজন, কম্বোডিয়ার ছয় ও ফিলিপাইনের দুই জন অভিবাসী রয়েছেন।

দেশটির ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক শ্যামসুল বদরিন মহসিন সাংবাদিকদের বলেন, অবৈধভাবে অবস্থান, মেয়াদোত্তীর্ণ রেসিডেন্ট পারমিটে অতিরিক্ত অবস্থান এবং পাস বা রেসিডেন্ট পারমিটের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ইমিগ্রেশন আইনের অধীনে আরও অধিকতর তদন্তের কথা জানিয়ে শ্যামসুল বদরিন মহসিন বলেন, ‘আমরা জনগণের দেওয়া অভিযোগ এবং নানা তথ্যের ভিওিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। এ বিষয়ে কোনো আপস করা হবে না।’

 তিনি বলেন, ‘যারা এই অবৈধ অভিবাসীদের রক্ষা করে বা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

আপডেট সময় ০৮:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল শুক্রবার রাত ১টায় কুয়ালালামপুরের চেরাসের তামান কংনুঘটের এলাকার পৃথক তিনটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ান সংবাদমাধ্যম সান ডেইলির খবরে বলা হয়, অভিযানে অংশ নেওয়া ৮০ জন ইমিগ্রেশন কর্মকর্তা মোট ৬০০ জন দেশি-বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে এর মধ্য থেকে যাদের কাগজপত্র নেই কিংবা মেয়াদোত্তীর্ণ এমন ৪২৫ জনকে আটক করেছে। আটকদের মধ্যে ২৫২ বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ১০৮ জন, ইন্দোনেশিয়ার ৩০ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের সাতজন, কম্বোডিয়ার ছয় ও ফিলিপাইনের দুই জন অভিবাসী রয়েছেন।

দেশটির ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক শ্যামসুল বদরিন মহসিন সাংবাদিকদের বলেন, অবৈধভাবে অবস্থান, মেয়াদোত্তীর্ণ রেসিডেন্ট পারমিটে অতিরিক্ত অবস্থান এবং পাস বা রেসিডেন্ট পারমিটের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ইমিগ্রেশন আইনের অধীনে আরও অধিকতর তদন্তের কথা জানিয়ে শ্যামসুল বদরিন মহসিন বলেন, ‘আমরা জনগণের দেওয়া অভিযোগ এবং নানা তথ্যের ভিওিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। এ বিষয়ে কোনো আপস করা হবে না।’

 তিনি বলেন, ‘যারা এই অবৈধ অভিবাসীদের রক্ষা করে বা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’