কক্সবাজারে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপসহ আশপাশে মিয়ানমার থেকে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ। এতে আতংকে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
গতকাল বুধবার রাত ১০টা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানান সাবরাং ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম।
তিনি জানান, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী নৌযান লক্ষ্য করে কয়েকদিন ধরে গুলিবর্ষণের ঘটনায় এমনিতেই আতংকে রয়েছেন স্থানীয়রা। এ পরিস্থিতিতে বেশ কিছুদিন বন্ধ থাকার পর সীমান্তে নতুন করে মিয়ানমার অভ্যন্তর থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। এতে সীমান্তের মানুষ ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে।
স্থানীয় এক ইউপি সদস্য বলেন, গত কয়েকদিন ধরে নাফ নদী ও সেন্টমার্টিন দ্বীপে চলাচলকারী নৌযান লক্ষ্য করে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতংকে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।
টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, শাহপরীর দ্বীপ সীমান্তে বিস্ফোরণের শব্দের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জেনেছেন। তবে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে বিজিবি ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা সজাগ রয়েছে।