যশোরে তুচ্ছ ঘটনায় এক রিকশাচালককে মারধরের ঘটনায় আইনজীবী আরতি রাণী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা আইনজীবী সমিতি।
সোমবার (৮ মে) রাতে সমিতির নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট বিষয়টি নিশ্চিত করেছেন। তিন দিনের মধ্যে আরতী রাণী ঘোষকে কারণ দর্শাতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার জেলা জজ আদালতের মুজিব সড়ক গেটের সামনে ওই আইনজীবী এক রিকশাচালককে বেধড়ক মারধর করেন। এমনকি জুতা দিয়েও আঘাত করেন তিনি। ওই সময় পথচারীরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে সেখানে ভিড় জমে যায়। উপস্থিত লোকজন আইনজীবীর উপর মারমুখী হলে অবস্থা বেগতিক দেখে তিনি রিকশাচালককে ছেড়ে দেন। মারধরের ঘটনার একটি ভিডিও ফুটেজ গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ঘটনাটি সমিতির নজরে আসে। এ ধরনের কাজ তিনি কেন করলেন তা জানতে চেয়ে কারণ-দর্শানো হয়েছে।