ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যে আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নুর

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৯:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ১০৮৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় পটুয়াখালীর গলাচিপা হাইস্কুল মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন নুর।

নুরুল হক বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে। দুই বা এক বছর পর যখনই নির্বাচন হয়, আপনারা সমর্থন করলে দেশের অন্য কোনো আসনে নয়, নিজের জন্মস্থান থেকেই নির্বাচন করব।’

নুর আরও বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালবাসায় সিক্ত হয়েছি। দেশের জন্য ভালো কিছু করতে পারলে নিজের আত্মা শান্তি পাবে।’

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। পাশাপাশি রাষ্ট্রের সংস্কার করে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। রাষ্ট্র সংস্কার করে আনুপাতিক হারে সংসদীয় আসন বন্টন করতে হবে। দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ চাই। নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন দলের সহসভাপতি মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্যসচিব মো. শাহ আলম সিকদার।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

যে আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নুর

আপডেট সময় ০৯:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় পটুয়াখালীর গলাচিপা হাইস্কুল মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন নুর।

নুরুল হক বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে। দুই বা এক বছর পর যখনই নির্বাচন হয়, আপনারা সমর্থন করলে দেশের অন্য কোনো আসনে নয়, নিজের জন্মস্থান থেকেই নির্বাচন করব।’

নুর আরও বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালবাসায় সিক্ত হয়েছি। দেশের জন্য ভালো কিছু করতে পারলে নিজের আত্মা শান্তি পাবে।’

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। পাশাপাশি রাষ্ট্রের সংস্কার করে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। রাষ্ট্র সংস্কার করে আনুপাতিক হারে সংসদীয় আসন বন্টন করতে হবে। দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ চাই। নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন দলের সহসভাপতি মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্যসচিব মো. শাহ আলম সিকদার।