আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকের কর্মঘণ্টা ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের এক সার্কুলারে নতুন এই সময়সূচি জানানো হয়।
এতে বলা হয়, নতুন সময় অনুযায়ী, রমজানে ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
রমজান শেষে ব্যাংকের অফিসের সময় আগের মতোই চলবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়। অন্য সময়ে ব্যাংকে লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।