ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজধানীতে মা-মেয়ের লাশ উদ্ধার, স্বামী আটক

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১১:৫৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • ১১২২ বার পড়া হয়েছে

রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় বসবাসকারী বৃষ্টি আক্তার (৩৩) নামের এক গৃহবধূ ও তার ১০ বছর বয়সী মেয়ে সানজা মারোয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী সেলিমকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বাড্ডা থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৩টার দিকে বনশ্রী ফরাজী হাসপাতাল থেকে তাদের উদ্ধার করে পুলিশ। পরে মা-মেয়েকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বৃষ্টির পরিবারের অভিযোগ, বৃষ্টি ও সানজাকে হত্যা করা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, সেলিমের পৈতৃক বাড়ি মেরুল বাড্ডায়। সেখানেই বৃষ্টি তাদের দুই সন্তান নিয়ে থাকতেন। সেলিম বর্তমানে বেকার। সানজা মেরুল বাড্ডায় একটি মাদরাসায় পড়ত।

ওই ঘটনায় জিজ্ঞাসাদের জন্য হাসপাতাল থেকে বৃষ্টির স্বামী সেলিমকে আটক করা হয়। সেলিমের দাবি, বৃষ্টি নিজে কিছু খেয়েছেন এবং পরে মেয়েকে কিছু খাইয়ে হত্যা করেছেন।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সাদেক মিয়া জানান, চিকিৎসকেরা দ্রুত মা ও মেয়েকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। মা ও মেয়েকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

রাজধানীতে মা-মেয়ের লাশ উদ্ধার, স্বামী আটক

আপডেট সময় ১১:৫৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় বসবাসকারী বৃষ্টি আক্তার (৩৩) নামের এক গৃহবধূ ও তার ১০ বছর বয়সী মেয়ে সানজা মারোয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী সেলিমকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বাড্ডা থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৩টার দিকে বনশ্রী ফরাজী হাসপাতাল থেকে তাদের উদ্ধার করে পুলিশ। পরে মা-মেয়েকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বৃষ্টির পরিবারের অভিযোগ, বৃষ্টি ও সানজাকে হত্যা করা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, সেলিমের পৈতৃক বাড়ি মেরুল বাড্ডায়। সেখানেই বৃষ্টি তাদের দুই সন্তান নিয়ে থাকতেন। সেলিম বর্তমানে বেকার। সানজা মেরুল বাড্ডায় একটি মাদরাসায় পড়ত।

ওই ঘটনায় জিজ্ঞাসাদের জন্য হাসপাতাল থেকে বৃষ্টির স্বামী সেলিমকে আটক করা হয়। সেলিমের দাবি, বৃষ্টি নিজে কিছু খেয়েছেন এবং পরে মেয়েকে কিছু খাইয়ে হত্যা করেছেন।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সাদেক মিয়া জানান, চিকিৎসকেরা দ্রুত মা ও মেয়েকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। মা ও মেয়েকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।