ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজধানীর ‘কেয়ারি ক্রিসেন্ট’ ভবন সিলগালা, হেফাজতে ৩

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৬:০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • ১১১১ বার পড়া হয়েছে

রাজধানীর সাতমসজিদ রোডের ‘কেয়ারি ক্রিসেন্ট’ নামের একটি ভবন সিলগালা করে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি দল ভবনটিতে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেয়। এ সময় তিনজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ভবনটিতে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অভিযান শেষ হওয়ার পর ভবনটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানের চলাকালে ভবনটির দ্বিতীয় তলা থেকে ওপরের দিকের সব রেস্টুরেন্ট তালা লাগানো অবস্থায় পাওয়া যায়। কথা বলার জন্য ভবন সংশ্লিষ্টদের ডাকা হলেও তারা কেউ আসেননি।

এর আগে ভবনটিতে অভিযান চালানো হবে- এমন খবরে নোটিশ টানিয়ে বন্ধ করে দেওয়া হয় সব রেস্টুরেন্ট। ভবনের মূল গেটের সামনে ঝোলানো নোটিশে লেখা— ‘সকল চাইনিজ রেস্টুরেন্ট এবং খাবার হোটেল বন্ধ থাকবে। শুধু দ্বিতীয় তলার মার্কেট এবং নিচ তলার দোকানগুলো খোলা থাকবে। আদেশক্রমে কর্তৃপক্ষ।’

এর আগে গত রবিবার সন্ধ্যা থেকে রাজধানীজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে রেস্তোরাঁগুলোর অগ্নিনিরাপত্তার ব্যবস্থা আছে কিনা বা যথাযথ অনুমতি রয়েছে কিনা সেগুলো দেখা হয়। অভিযানে বিভিন্ন রেস্টুরেন্টে অনিয়ম থাকার কারণে মোট ২৫ জনকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

রাজধানীর ‘কেয়ারি ক্রিসেন্ট’ ভবন সিলগালা, হেফাজতে ৩

আপডেট সময় ০৬:০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

রাজধানীর সাতমসজিদ রোডের ‘কেয়ারি ক্রিসেন্ট’ নামের একটি ভবন সিলগালা করে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি দল ভবনটিতে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেয়। এ সময় তিনজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ভবনটিতে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অভিযান শেষ হওয়ার পর ভবনটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানের চলাকালে ভবনটির দ্বিতীয় তলা থেকে ওপরের দিকের সব রেস্টুরেন্ট তালা লাগানো অবস্থায় পাওয়া যায়। কথা বলার জন্য ভবন সংশ্লিষ্টদের ডাকা হলেও তারা কেউ আসেননি।

এর আগে ভবনটিতে অভিযান চালানো হবে- এমন খবরে নোটিশ টানিয়ে বন্ধ করে দেওয়া হয় সব রেস্টুরেন্ট। ভবনের মূল গেটের সামনে ঝোলানো নোটিশে লেখা— ‘সকল চাইনিজ রেস্টুরেন্ট এবং খাবার হোটেল বন্ধ থাকবে। শুধু দ্বিতীয় তলার মার্কেট এবং নিচ তলার দোকানগুলো খোলা থাকবে। আদেশক্রমে কর্তৃপক্ষ।’

এর আগে গত রবিবার সন্ধ্যা থেকে রাজধানীজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে রেস্তোরাঁগুলোর অগ্নিনিরাপত্তার ব্যবস্থা আছে কিনা বা যথাযথ অনুমতি রয়েছে কিনা সেগুলো দেখা হয়। অভিযানে বিভিন্ন রেস্টুরেন্টে অনিয়ম থাকার কারণে মোট ২৫ জনকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন।