ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজাপুরে শীতে ফসলে পোকার আক্রামণ বেড়েছে, ঝরে যাচ্ছে পান

ঝালকাঠির রাজাপুরে প্রচণ্ড শীতে শীতকালীন শাকসবজি ও ফসলে পোকার আক্রমণ বেড়েছে। এছাড়া পান পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছের কৃষকরা।

পজেলার বারৈবাড়ি এলাকার কৃষরকরা জানান, প্রচণ্ড শীত আর ঘন কুয়াশায় বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বীজতলা রোপন কাজেও শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে বীজ তৈরিতে বিলম্ব হওয়ায় সঠিক সময়ে রোপণ সম্পন্ন নিয়েও আশঙ্কা করছেন কৃষকরা।

কৃষি বিভাগ সূত্র জানায়, এ বছর আট হাজার ২৪৫ হেক্টর জমিতে বিভিন্ন রকমের শীতকালীন সবজি ও ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে উপজেলার সাত হাজার হেক্টর জমিতে বিভিন্ন শীতকালীন সবজি ও ফসল এবং ৮০৫ হেক্টর জমির সরিষা আবাদ করা হয়েছে। এ ছাড়া বর্তমানে ৪৬৮ হেক্টর জমিতে পান রয়েছে।

উপজেলার বারৈবাড়ি এলাকার পানচাষি সুমন্ত্র জানান, তার ২ বিঘা জমিতে ২৫টি পানের বরজ রয়েছে। শীতে পান পাতা হলদে হয়ে ঝড়ে যাচ্ছে। চাষিরা দ্রুত তুলে বিক্রি করতে চাইলেও বাজারে দাম কম। এতে কয়েক লাখ টাকার ক্ষতির মূখে পড়েছেন পানচাষিরা।

তিনি বলেন, পাতা হলদে হয়ে যাওয়ায় গাছে ২/৩টি করে পাতা রেখে অন্য পাতা তুলে ফেলা হচ্ছে। কিন্তু বাজারে দাম কম হওয়ায় বরজের খরচ উঠানোই কঠিন হয়ে যাচ্ছে। শ্রমিক নিয়ে পান তুললেও শ্রমিকের টাকাই ওঠে না।

শহিদুল ও ফারুক নামে দুই সবজিচাষি জানান, শীতের কারণে ফসল ও সবজি ক্ষেতে পোকার আক্রমণ কয়েক গুণ বেড়েছে। আগে সপ্তাহে একবার কীটনাশক দিলেই হতো। কিন্তু শীতের কারণে পোকা বেড়েছে। এতে করে দু’দিন পর পর কীটনাশক দিতে হচ্ছে।

কিন্তু এতো খরচ চাষাবাদ সম্ভব না। পোকার আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে লাউ, টমেটো, কুমড়াসহ বিভিন্ন সবজি ও ফসলের ক্ষেত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মনিরুল ইসলাম জানান, এখনো ওইভাবে শৈত্যপ্রবাহ শুরু হয়নি।

তাই বোরো বীজতলার বা আবাদে তেমন ক্ষতি হবে না। এছাড়া পানপাতা ঝরে যাওয়া রোধে এবং সবজি ও ফসলের পোকা আক্রামণ রোধে কৃষকদের নানা রকমের পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

রাজাপুরে শীতে ফসলে পোকার আক্রামণ বেড়েছে, ঝরে যাচ্ছে পান

আপডেট সময় ০৪:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩

ঝালকাঠির রাজাপুরে প্রচণ্ড শীতে শীতকালীন শাকসবজি ও ফসলে পোকার আক্রমণ বেড়েছে। এছাড়া পান পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছের কৃষকরা।

পজেলার বারৈবাড়ি এলাকার কৃষরকরা জানান, প্রচণ্ড শীত আর ঘন কুয়াশায় বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বীজতলা রোপন কাজেও শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে বীজ তৈরিতে বিলম্ব হওয়ায় সঠিক সময়ে রোপণ সম্পন্ন নিয়েও আশঙ্কা করছেন কৃষকরা।

কৃষি বিভাগ সূত্র জানায়, এ বছর আট হাজার ২৪৫ হেক্টর জমিতে বিভিন্ন রকমের শীতকালীন সবজি ও ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে উপজেলার সাত হাজার হেক্টর জমিতে বিভিন্ন শীতকালীন সবজি ও ফসল এবং ৮০৫ হেক্টর জমির সরিষা আবাদ করা হয়েছে। এ ছাড়া বর্তমানে ৪৬৮ হেক্টর জমিতে পান রয়েছে।

উপজেলার বারৈবাড়ি এলাকার পানচাষি সুমন্ত্র জানান, তার ২ বিঘা জমিতে ২৫টি পানের বরজ রয়েছে। শীতে পান পাতা হলদে হয়ে ঝড়ে যাচ্ছে। চাষিরা দ্রুত তুলে বিক্রি করতে চাইলেও বাজারে দাম কম। এতে কয়েক লাখ টাকার ক্ষতির মূখে পড়েছেন পানচাষিরা।

তিনি বলেন, পাতা হলদে হয়ে যাওয়ায় গাছে ২/৩টি করে পাতা রেখে অন্য পাতা তুলে ফেলা হচ্ছে। কিন্তু বাজারে দাম কম হওয়ায় বরজের খরচ উঠানোই কঠিন হয়ে যাচ্ছে। শ্রমিক নিয়ে পান তুললেও শ্রমিকের টাকাই ওঠে না।

শহিদুল ও ফারুক নামে দুই সবজিচাষি জানান, শীতের কারণে ফসল ও সবজি ক্ষেতে পোকার আক্রমণ কয়েক গুণ বেড়েছে। আগে সপ্তাহে একবার কীটনাশক দিলেই হতো। কিন্তু শীতের কারণে পোকা বেড়েছে। এতে করে দু’দিন পর পর কীটনাশক দিতে হচ্ছে।

কিন্তু এতো খরচ চাষাবাদ সম্ভব না। পোকার আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে লাউ, টমেটো, কুমড়াসহ বিভিন্ন সবজি ও ফসলের ক্ষেত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মনিরুল ইসলাম জানান, এখনো ওইভাবে শৈত্যপ্রবাহ শুরু হয়নি।

তাই বোরো বীজতলার বা আবাদে তেমন ক্ষতি হবে না। এছাড়া পানপাতা ঝরে যাওয়া রোধে এবং সবজি ও ফসলের পোকা আক্রামণ রোধে কৃষকদের নানা রকমের পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।