ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রূপগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৯:৫৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • ১১৩২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন বাজারে সোহেল কিরণ (৩৩) নামে স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। রক্তাক্ত জখম অবস্থায় ওই সাংবাদিক বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কাঞ্চন বাজারে এই ঘটনা ঘটে৷ আহত সোহেল কিরণ বেসরকারি টেলিভিশন বাংলা টিভির রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি ৷

আহত সোহেলের ভাই ডেইলি অবজারভার পত্রিকার রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহেল মাহমুদ বলেন, ‘তারাবির নামাজের পর সোহেল বাজারের একটি দোকানে চা খাচ্ছিল ৷ ওই সময় আফজাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি সোহেলের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে৷ শরীরের একাধিক স্থানে জখম রয়েছে৷ রূপগঞ্জের একটি হাসপাতালের অপারেশন থিয়েটারে আছে সোহেল ৷’

তিনি বলেন, ‘কী কারণে আফজাল হোসেন এ কাজ করেছেন সে বিষয়ে নিশ্চিত নই৷ ঘটনার সময় সোহেলের বন্ধু সাইফুল সেখানে ছিল৷ কিন্তু তার সাথেও যোগাযোগ করতে পারিনি৷ খবর পেয়েই হাসপাতালে এসেছি ৷ তবে আফজাল হোসেন কাঞ্চন পৌর আওয়ামী লীগের সেক্রেটারি গোলাম রসুল কলির ঘনিষ্ঠ অনুসারী ৷ কলির বিরুদ্ধে প্রায় সময় গণমাধ্যমে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে নিউজ হয় ৷ ওই জেরে হামলা হয়েছে বলে ধারণা করছি ৷’

এ ঘটনায় কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি বলেন, ‘আফজাল হোসেন স্থানীয়ভাবে জমি বেচা-কেনা করে ৷ ঘটনার পর আফজালের সাথে আমার কথা হইছে ৷ সে জানিয়েছে, দোকানে বসে চা খাবার সময় সাংবাদিকের সাথে থাকা বন্ধুদের সাথে আফজালের কোনো কারণে কথা কাটাকাটি হয় ৷ ওই কথা কাটাকাটির একপর্যায়ে আফজালকে মারধর করে সাংবাদিকের বন্ধুরা ৷ পরে আফজালও একটা চায়ের ভাঙা কাপ নিয়ে এলোপাথারিভাবে হাত চালায় ৷ তখন আহত হন ওই সাংবাদিক ৷’

সংবাদ প্রকাশের জেরে তার পক্ষ হয়ে সাংবাদিকের উপর হামলা চালানো হয়েছে, এমন অভিযোগ প্রসঙ্গে গোলাম রসুল বলেন, ‘এমন কোনো ঘটনা না৷ প্রতিপক্ষের লোকজন এমন বিষয় ছড়ানোর চেষ্টা করতেছে৷ আসলে সাংবাদিকের বন্ধুদের সাথে তর্ক থেকেই এ ঘটনা ৷’

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানান রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান৷ তিনি বলেন, ‘আফজাল হোসেন নামে এক ব্যক্তি চায়ের কাপের ভাঙা অংশ দিয়ে সাংবাদিককে জখম করেছেন ৷ কী নিয়ে ঘটনা ঘটেছে এ বিষয়ে তদন্ত চলছে ৷’

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, সাংবাদিকের জখম হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে ৷ বিষয়টির তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ৷

এদিকে সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন ও নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

রূপগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম

আপডেট সময় ০৯:৫৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন বাজারে সোহেল কিরণ (৩৩) নামে স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। রক্তাক্ত জখম অবস্থায় ওই সাংবাদিক বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কাঞ্চন বাজারে এই ঘটনা ঘটে৷ আহত সোহেল কিরণ বেসরকারি টেলিভিশন বাংলা টিভির রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি ৷

আহত সোহেলের ভাই ডেইলি অবজারভার পত্রিকার রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহেল মাহমুদ বলেন, ‘তারাবির নামাজের পর সোহেল বাজারের একটি দোকানে চা খাচ্ছিল ৷ ওই সময় আফজাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি সোহেলের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে৷ শরীরের একাধিক স্থানে জখম রয়েছে৷ রূপগঞ্জের একটি হাসপাতালের অপারেশন থিয়েটারে আছে সোহেল ৷’

তিনি বলেন, ‘কী কারণে আফজাল হোসেন এ কাজ করেছেন সে বিষয়ে নিশ্চিত নই৷ ঘটনার সময় সোহেলের বন্ধু সাইফুল সেখানে ছিল৷ কিন্তু তার সাথেও যোগাযোগ করতে পারিনি৷ খবর পেয়েই হাসপাতালে এসেছি ৷ তবে আফজাল হোসেন কাঞ্চন পৌর আওয়ামী লীগের সেক্রেটারি গোলাম রসুল কলির ঘনিষ্ঠ অনুসারী ৷ কলির বিরুদ্ধে প্রায় সময় গণমাধ্যমে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে নিউজ হয় ৷ ওই জেরে হামলা হয়েছে বলে ধারণা করছি ৷’

এ ঘটনায় কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি বলেন, ‘আফজাল হোসেন স্থানীয়ভাবে জমি বেচা-কেনা করে ৷ ঘটনার পর আফজালের সাথে আমার কথা হইছে ৷ সে জানিয়েছে, দোকানে বসে চা খাবার সময় সাংবাদিকের সাথে থাকা বন্ধুদের সাথে আফজালের কোনো কারণে কথা কাটাকাটি হয় ৷ ওই কথা কাটাকাটির একপর্যায়ে আফজালকে মারধর করে সাংবাদিকের বন্ধুরা ৷ পরে আফজালও একটা চায়ের ভাঙা কাপ নিয়ে এলোপাথারিভাবে হাত চালায় ৷ তখন আহত হন ওই সাংবাদিক ৷’

সংবাদ প্রকাশের জেরে তার পক্ষ হয়ে সাংবাদিকের উপর হামলা চালানো হয়েছে, এমন অভিযোগ প্রসঙ্গে গোলাম রসুল বলেন, ‘এমন কোনো ঘটনা না৷ প্রতিপক্ষের লোকজন এমন বিষয় ছড়ানোর চেষ্টা করতেছে৷ আসলে সাংবাদিকের বন্ধুদের সাথে তর্ক থেকেই এ ঘটনা ৷’

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানান রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান৷ তিনি বলেন, ‘আফজাল হোসেন নামে এক ব্যক্তি চায়ের কাপের ভাঙা অংশ দিয়ে সাংবাদিককে জখম করেছেন ৷ কী নিয়ে ঘটনা ঘটেছে এ বিষয়ে তদন্ত চলছে ৷’

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, সাংবাদিকের জখম হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে ৷ বিষয়টির তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ৷

এদিকে সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন ও নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।