ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

‘শুভ’ময় হোক নতুন বছর

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১০:৩৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • ১৩৬৯ বার পড়া হয়েছে

গেল বছরের শেষার্ধ ছিল সিনেমার। মুক্তি পাওয়া ছবিগুলো দেশ ও দেশের বাইরে আলোড়ন তুলেছে। দর্শকসারি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে দিনকে দিন। সিনেমা মুক্তির সেই ধারাবাহিকতা নতুন বছরের শুরু থেকেই দেখা যেতে পারে। মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো সে কথাই বলছে। গত বছর যে দর্শক স্রোত ছিল চলতি বছর যেন তাতে ভাটা না পড়ে সে লক্ষ্যেই মুক্তি পাচ্ছে বড় বাজেটের সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। আগামীকাল দেশজুড়ে মুক্তির অনুমতি পেয়েছে আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’ সিরিজের সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’। এর আগে একাধিকবার তারিখ পরিবর্তন করা হয়েছিল। সম্প্রতি সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির কাহিনিকার, নির্মাতা ও প্রযোজক সানী সারোয়ার। তিনি জানান, ১ জানুয়ারি সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হয়। সদস্যরা এটি দেখে প্রশংসা করেন এবং বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক দর্শকের কাছ থেকে ফাইনাল পরীক্ষার রেজাল্টে কী আসে। তবে আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।’ প্রথম পর্বের মতো এই পর্বেও নায়ক-নায়িকার চরিত্রে আছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

এই সিনেমার জন্য নয় মাস পরিশ্রম করে ‘সিক্স প্যাক’ গড়েছেন শুভ। নিকট-অতীতে বাংলা সিনেমার আর কোনো নায়ক যা করে দেখাতে পারেননি। তাই সবাইকে তাক লাগিয়েছেন এই নায়ক। ‘ব্ল্যাক ওয়ার’ নিয়ে শুভ বলেন, ‘এই সিনেমার জন্য আমি যতটা শারীরিক এবং মানসিক শ্রম দিয়েছি সেটা সর্বোচ্চ। এই সিনেমার জন্য পায়ের ইনজুরি এখনো বয়ে বেড়াচ্ছি, যতদিন বাঁচব ততদিন সেটা বইতে হবে। দর্শকদের বলব, এতদিন বাইরে এসব পরিশ্রম দেখেছেন এবার পর্দায় দেখুন।’ এই সিনেমার শুট তিনি শেষ করেছেন তিন বছর আগে। ‘মিশন এক্সট্রিম’ আর ‘ব্ল্যাক ওয়ার’ পরপর মুক্তি পেলে অনেকেই হয়তো বলতেন, শুভ একই ধরনের সিনেমায় কাজ করছেন। কিন্তু তিনি সেটা করেননি। এক সিনেমার সফলতাকে পুঁজি করে তিনি একই ধরনের কাজ করেন না। চলতি বছর মোট সাতটি সিনেমার প্রস্তুতি নিচ্ছেন শুভ। যার মধ্যে ‘ব্ল্যাক ওয়ার’, ‘নূর’ ও ‘মুজিব’ সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। আর শুটিং চলছে ‘উনিশ২০’ সিনেমার, যেটি মুক্তি পাবে আসছে ভালোবাসা দিবসে। দ্রুতই কাজ শুরু করবেন ‘ফুটবল৭১’ সিনেমার। এখন চলছে যার প্রস্তুতি। এ ছাড়া এই বছরে আরও দুটি সিনেমার কাজ করবেন তিনি। যা নির্ধারিত সময়ে ঘোষণা আসবে। ২০২৩ সালের কাজ প্রসঙ্গে শুভ বলেন, ‘এই বছরে আমার অনেকগুলো ছবি মুক্তি পাবে। এক এক ছবিতে এক এক রকম শুভকে দর্শক দেখবেন। দর্শকদের ভালোবাসাকে সঙ্গী করে এগিয়ে যেতে চাই।’

ছবিটি বছরের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে বিভিন্ন জটিলতার কারণে এটি মুক্তি পাবে আগামীকাল। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত তারকাবহুল পুলিশের ভয়ানক একটি অভিযান নিয়ে অ্যাকশন থ্রিলারধর্মী এই ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়শন। নির্মাণের সঙ্গে জড়িতরা জানান, মুক্তির আগে প্রচারণায় কিছুটা ঘাটতি থাকায় ‘ব্ল্যাক ওয়ার’ নির্ধারিত তারিখে মুক্তি পায়নি। সেই সঙ্গে টেকনিক্যাল কিছু জটিলতাও ছিল। এর আগে চমক হিসেবে ‘ব্ল্যাক ওয়ার’র টিজার প্রকাশিত হয়। দেশে একাধিক হামলার ছক কষেছে সন্ত্রাসীরা। তাদের ঠেকাতে পুলিশের বিশেষায়িত বাহিনীর ঘুম হারাম! জীবন-মরণ মিশনের নেতৃত্ব দিচ্ছেন এডিসি নাবিদ। রহস্য ভেদ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে মুখোমুখি লড়াই করে দেশকে রক্ষা করাই তার একমাত্র লক্ষ্য। এমনই এক টানটান উত্তেজনায় ভরপুর গল্পের আভাস দিয়েছে টিজারটি। যা দর্শক বেশ পছন্দ করেছেন। ছবিটির অন্যতম প্রযোজক ও পরিচালক সানী সানোয়ার বলেন, ‘দর্শকদের টিজার পছন্দ হয়েছে এটা টিমকে বুস্ট আপ করবে। তবে মূল সিনেমাটি পছন্দ হলে তবেই আমাদের পূর্ণ তৃপ্তি আসবে। আমরা প্রত্যাশার মাত্রা বাড়ানোর পক্ষে নয়। কারণ সীমাহীন সীমাবদ্ধতা নিয়ে আমরা সিনেমা বানাই। আমরা আশা করি ভুল-ত্রুটি ক্ষমা করে দর্শক আমাদের অনুপ্রেরণা হয়ে সঙ্গে থাকবেন।’ সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করা জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, ‘আমার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি হতে যাচ্ছে এটি। টিজার আসার পর সবাই প্রশংসা করছে, এবার পুরো সিনেমা দর্শকদের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে।’ কুল নিবেদিত মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ প্রমুখ। ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ছবিটির প্রথম পর্ব ‘মিশন এক্সট্রিম’।

এদিকে প্রায় দুই মাস সাময়িক বন্ধ থাকার পর ঢাকা শহরের অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা খুলছে শুভর ‘ব্ল্যাক ওয়্যার’ দিয়ে। মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকের বেশ উন্মাদনা ছিল। নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোও তেমন চলছিল না। সব মিলিয়ে হল বন্ধ রাখতে বাধ্য হয়েছি। নতুন বছরে চেয়েছি ভালো একটি সিনেমা দিয়ে হল খুলতে। আমার কাছে ‘ব্ল্যাক ওয়্যার’ তেমনই একটি সিনেমা। শুভ-ঐশীর সিনেমা দিয়ে হলটি খোলার সিদ্ধান্ত নিয়েছি। হল বন্ধ থাকাকালীন আধুনিকায়নের কিছু কাজ করেছি। আশা করছি, দর্শক এখন নতুন পরিবেশে সিনেমা উপভোগ করতে পারবেন।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

‘শুভ’ময় হোক নতুন বছর

আপডেট সময় ১০:৩৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩

গেল বছরের শেষার্ধ ছিল সিনেমার। মুক্তি পাওয়া ছবিগুলো দেশ ও দেশের বাইরে আলোড়ন তুলেছে। দর্শকসারি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে দিনকে দিন। সিনেমা মুক্তির সেই ধারাবাহিকতা নতুন বছরের শুরু থেকেই দেখা যেতে পারে। মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো সে কথাই বলছে। গত বছর যে দর্শক স্রোত ছিল চলতি বছর যেন তাতে ভাটা না পড়ে সে লক্ষ্যেই মুক্তি পাচ্ছে বড় বাজেটের সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। আগামীকাল দেশজুড়ে মুক্তির অনুমতি পেয়েছে আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’ সিরিজের সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’। এর আগে একাধিকবার তারিখ পরিবর্তন করা হয়েছিল। সম্প্রতি সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির কাহিনিকার, নির্মাতা ও প্রযোজক সানী সারোয়ার। তিনি জানান, ১ জানুয়ারি সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হয়। সদস্যরা এটি দেখে প্রশংসা করেন এবং বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক দর্শকের কাছ থেকে ফাইনাল পরীক্ষার রেজাল্টে কী আসে। তবে আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।’ প্রথম পর্বের মতো এই পর্বেও নায়ক-নায়িকার চরিত্রে আছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

এই সিনেমার জন্য নয় মাস পরিশ্রম করে ‘সিক্স প্যাক’ গড়েছেন শুভ। নিকট-অতীতে বাংলা সিনেমার আর কোনো নায়ক যা করে দেখাতে পারেননি। তাই সবাইকে তাক লাগিয়েছেন এই নায়ক। ‘ব্ল্যাক ওয়ার’ নিয়ে শুভ বলেন, ‘এই সিনেমার জন্য আমি যতটা শারীরিক এবং মানসিক শ্রম দিয়েছি সেটা সর্বোচ্চ। এই সিনেমার জন্য পায়ের ইনজুরি এখনো বয়ে বেড়াচ্ছি, যতদিন বাঁচব ততদিন সেটা বইতে হবে। দর্শকদের বলব, এতদিন বাইরে এসব পরিশ্রম দেখেছেন এবার পর্দায় দেখুন।’ এই সিনেমার শুট তিনি শেষ করেছেন তিন বছর আগে। ‘মিশন এক্সট্রিম’ আর ‘ব্ল্যাক ওয়ার’ পরপর মুক্তি পেলে অনেকেই হয়তো বলতেন, শুভ একই ধরনের সিনেমায় কাজ করছেন। কিন্তু তিনি সেটা করেননি। এক সিনেমার সফলতাকে পুঁজি করে তিনি একই ধরনের কাজ করেন না। চলতি বছর মোট সাতটি সিনেমার প্রস্তুতি নিচ্ছেন শুভ। যার মধ্যে ‘ব্ল্যাক ওয়ার’, ‘নূর’ ও ‘মুজিব’ সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। আর শুটিং চলছে ‘উনিশ২০’ সিনেমার, যেটি মুক্তি পাবে আসছে ভালোবাসা দিবসে। দ্রুতই কাজ শুরু করবেন ‘ফুটবল৭১’ সিনেমার। এখন চলছে যার প্রস্তুতি। এ ছাড়া এই বছরে আরও দুটি সিনেমার কাজ করবেন তিনি। যা নির্ধারিত সময়ে ঘোষণা আসবে। ২০২৩ সালের কাজ প্রসঙ্গে শুভ বলেন, ‘এই বছরে আমার অনেকগুলো ছবি মুক্তি পাবে। এক এক ছবিতে এক এক রকম শুভকে দর্শক দেখবেন। দর্শকদের ভালোবাসাকে সঙ্গী করে এগিয়ে যেতে চাই।’

ছবিটি বছরের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে বিভিন্ন জটিলতার কারণে এটি মুক্তি পাবে আগামীকাল। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত তারকাবহুল পুলিশের ভয়ানক একটি অভিযান নিয়ে অ্যাকশন থ্রিলারধর্মী এই ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়শন। নির্মাণের সঙ্গে জড়িতরা জানান, মুক্তির আগে প্রচারণায় কিছুটা ঘাটতি থাকায় ‘ব্ল্যাক ওয়ার’ নির্ধারিত তারিখে মুক্তি পায়নি। সেই সঙ্গে টেকনিক্যাল কিছু জটিলতাও ছিল। এর আগে চমক হিসেবে ‘ব্ল্যাক ওয়ার’র টিজার প্রকাশিত হয়। দেশে একাধিক হামলার ছক কষেছে সন্ত্রাসীরা। তাদের ঠেকাতে পুলিশের বিশেষায়িত বাহিনীর ঘুম হারাম! জীবন-মরণ মিশনের নেতৃত্ব দিচ্ছেন এডিসি নাবিদ। রহস্য ভেদ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে মুখোমুখি লড়াই করে দেশকে রক্ষা করাই তার একমাত্র লক্ষ্য। এমনই এক টানটান উত্তেজনায় ভরপুর গল্পের আভাস দিয়েছে টিজারটি। যা দর্শক বেশ পছন্দ করেছেন। ছবিটির অন্যতম প্রযোজক ও পরিচালক সানী সানোয়ার বলেন, ‘দর্শকদের টিজার পছন্দ হয়েছে এটা টিমকে বুস্ট আপ করবে। তবে মূল সিনেমাটি পছন্দ হলে তবেই আমাদের পূর্ণ তৃপ্তি আসবে। আমরা প্রত্যাশার মাত্রা বাড়ানোর পক্ষে নয়। কারণ সীমাহীন সীমাবদ্ধতা নিয়ে আমরা সিনেমা বানাই। আমরা আশা করি ভুল-ত্রুটি ক্ষমা করে দর্শক আমাদের অনুপ্রেরণা হয়ে সঙ্গে থাকবেন।’ সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করা জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, ‘আমার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি হতে যাচ্ছে এটি। টিজার আসার পর সবাই প্রশংসা করছে, এবার পুরো সিনেমা দর্শকদের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে।’ কুল নিবেদিত মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ প্রমুখ। ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ছবিটির প্রথম পর্ব ‘মিশন এক্সট্রিম’।

এদিকে প্রায় দুই মাস সাময়িক বন্ধ থাকার পর ঢাকা শহরের অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা খুলছে শুভর ‘ব্ল্যাক ওয়্যার’ দিয়ে। মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকের বেশ উন্মাদনা ছিল। নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোও তেমন চলছিল না। সব মিলিয়ে হল বন্ধ রাখতে বাধ্য হয়েছি। নতুন বছরে চেয়েছি ভালো একটি সিনেমা দিয়ে হল খুলতে। আমার কাছে ‘ব্ল্যাক ওয়্যার’ তেমনই একটি সিনেমা। শুভ-ঐশীর সিনেমা দিয়ে হলটি খোলার সিদ্ধান্ত নিয়েছি। হল বন্ধ থাকাকালীন আধুনিকায়নের কিছু কাজ করেছি। আশা করছি, দর্শক এখন নতুন পরিবেশে সিনেমা উপভোগ করতে পারবেন।’