ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শোকরের তাৎপর্য

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১১:০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • ১১১১ বার পড়া হয়েছে

বান্দাহ আল্লাহ তায়ালার অনুগ্রহের কথা স্মরণ করে তার শুকরিয়া তথা প্রশংসা করে। আর আল্লাহ তায়ালা বান্দাহর অনুগ্রহ ও আনুগত্য কবুল করে তার প্রশংসা তথা শুকরিয়া করেন।

আল্লাহ তায়ালা কুরআনে ইরশাদ করেছেন- ‘তোমরা আমার শুকরিয়া করো এবং কুফরি করো না’ (সূরা বাকারা-১৫২)। আরো ইরশাদ করেন- ‘হে বিশ^াসীগণ! আমার প্রদত্ত পবিত্র রিজিক ভক্ষণ করো এবং আমার শুকরিয়া করো’ (সূরা বাকারা-১৭২)। অন্যত্র ইরশাদ করেন- ‘আল্লাহ তায়ালা তোমাদেরকে হালাল ও পবিত্র যে রিজিক দিয়েছেন তা ভক্ষণ করো এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া করো’ (সূরা নাহল-১১৪)।

শোকরের ফল : শোকরের ফল সুদূরপ্রসারী। আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘যে ব্যক্তি শুকরিয়া করে সে যেন নিজের জন্যই শুকরিয়া করে’ (সূরা আন নামল-৪০)। ‘এভাবে শোকর গ্রহণকারীর আমি প্রতিদান দিয়ে থাকি’ (সূরা আল কামার-৩৫)। ‘যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, তবে অবশ্যই আমি তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেবো’ (সূরা ইবরাহিম-৭)।

শুকরিয়ার তাওফিক কামনা : হজরত সুলায়মান আ: শোকর আদায় করার তাওফিকদানের জন্য মহান আল্লাহর তাওফিক কামনা করেছেন। যেমন আল্লাহর বাণী- ‘হজরত সুলায়মান আ: পিঁপড়ার নেতার কথা শুনে মৃদু হাসেন এবং বলেন, হে আমার রব, আপনি আমাকে তাওফিক দান করেন যাতে (এ পিপিলিকার ব্যাপারেও আমি অমনোযোগী না হই এবং) আমাকে ও আমার পিতা-মাতাকে আপনি যেসব নিয়ামত দান করেছেন, আমি যেন তার শুকরিয়া আদায় করতে পারি’ (সূরা আন নামল-১৯)।

শুকরিয়া কেন করতে হবে : মানুষ আল্লাহ তায়ালার অগণিত নিয়ামত ভোগ করছে। আল্লাহ তায়ালা স্বয়ং বলেছেন- ‘আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি তা গণনা করে শেষ করতে পারবে না। সুতরাং এসব নিয়ামতের শুকরিয়া আদায় আবশ্যক।’ আল্লাহ তায়ালা বলেন- ‘অতঃপর আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, আশা করা গিয়েছিল যে, তোমরা শুকরিয়া আদায় করবে’ (সূরা আল বাকারা-৫২)। অন্যত্র ইরশাদ করেন- ‘অতঃপর তোমাদের (তূর পাহাড়ে) এই মৃত্যুর পর আমি তোমাদের পুনরায় জীবন দান করলাম, আশা করা গিয়েছিল যে, শুকরিয়া আদায় করবে’ (সূরা আল বাকারা-৫৬)। আরো ইরশাদ করেন- ‘বদর যুদ্ধে আল্লাহ তায়ালা তোমাদেরকে বিজয় ও সাহায্য দান করেছিলেন, অথচ তোমরা ছিলে দুর্বল, তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা (এ বিষয়ের জন্য তার) শুকরিয়া আদায় করবে’ (সূরা আল ইমরান-১২৩)। আরো ইরশাদ করেন- ‘এভাবেই আমি এদের তোমাদের অধীন করে দিয়েছি, যাতে তোমরা আল্লাহ তায়ালার শোকর আদায় করতে পারো’ (সূরা আল হাজ-৩৬)।

মানুষ অকৃতজ্ঞ : আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তঃকরণ দান করেছেন, কিন্তু তোমরা খুবই তার শোকর আদায় করো’ (সূরা আস সাজদা-৯)। অন্যত্র ইরশাদ করেন- ‘অবশ্যই আল্লাহ তায়ালা সদা অনুগ্রহশীল; কিন্তু মানুষদের অধিকাংশ কৃতজ্ঞতা আদায় করে না’ (সূরা আল বাকারা-২৪৩, সূরা ইউনুস-৬০)।

আল্লাহর জিজ্ঞাসা : আল্লাহ তায়ালা বলেন- ‘আমি জমিনে সৃষ্টি করি নানা প্রকার খেজুর ও আঙ্গুরের বাগান, প্রবাহিত করি অসংখ্য নদী-নালার প্রস্রবণ, যাতে করে তারা এর ফলমূল উপভোগ করতে পারে, এগুলোর কোনোটিই তো তাদের হাতের অর্জন নয়, তারপরও কি তারা কৃতজ্ঞতা আদায় করবে না’ (সূরা ইয়াছিন : ৩৪-৩৫)? আরো ইরশাদ করেন- ‘পশুর মধ্যে রয়েছে তাদের জন্য উপকারিতা, আরো রয়েছে পানীয় বস্তু; তবুও কি তারা তার শোকর আদায় করবে না’ (সূরা ইয়াছিন-৭৩)। অন্যত্র ইরশাদ করেন- ‘হে দাউদ পরিবারের লোকেরা তোমরা আমার শোকর আদায় করতে নেক কাজ করো; আমার বান্দাদের মধ্যে খুব অল্পসংখ্যক মানুষই শোকর আদায় করে’ (সূরা সাবা-১৩)। আল্লাহর বান্দাদের মধ্যে বেশি শোকর আদায় করেছেন নূহ আ:। আল্লাহ তায়ালা তার প্রশংসা করে বলেছেন- ‘অবশ্যই সে ছিল আমার কৃতজ্ঞশীল বান্দা’ (সূরা বনি ইসরাইল-৩)।

লেখক : প্রধান ফকিহ, আল-জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, ফেনী

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

শোকরের তাৎপর্য

আপডেট সময় ১১:০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩

বান্দাহ আল্লাহ তায়ালার অনুগ্রহের কথা স্মরণ করে তার শুকরিয়া তথা প্রশংসা করে। আর আল্লাহ তায়ালা বান্দাহর অনুগ্রহ ও আনুগত্য কবুল করে তার প্রশংসা তথা শুকরিয়া করেন।

আল্লাহ তায়ালা কুরআনে ইরশাদ করেছেন- ‘তোমরা আমার শুকরিয়া করো এবং কুফরি করো না’ (সূরা বাকারা-১৫২)। আরো ইরশাদ করেন- ‘হে বিশ^াসীগণ! আমার প্রদত্ত পবিত্র রিজিক ভক্ষণ করো এবং আমার শুকরিয়া করো’ (সূরা বাকারা-১৭২)। অন্যত্র ইরশাদ করেন- ‘আল্লাহ তায়ালা তোমাদেরকে হালাল ও পবিত্র যে রিজিক দিয়েছেন তা ভক্ষণ করো এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া করো’ (সূরা নাহল-১১৪)।

শোকরের ফল : শোকরের ফল সুদূরপ্রসারী। আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘যে ব্যক্তি শুকরিয়া করে সে যেন নিজের জন্যই শুকরিয়া করে’ (সূরা আন নামল-৪০)। ‘এভাবে শোকর গ্রহণকারীর আমি প্রতিদান দিয়ে থাকি’ (সূরা আল কামার-৩৫)। ‘যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, তবে অবশ্যই আমি তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেবো’ (সূরা ইবরাহিম-৭)।

শুকরিয়ার তাওফিক কামনা : হজরত সুলায়মান আ: শোকর আদায় করার তাওফিকদানের জন্য মহান আল্লাহর তাওফিক কামনা করেছেন। যেমন আল্লাহর বাণী- ‘হজরত সুলায়মান আ: পিঁপড়ার নেতার কথা শুনে মৃদু হাসেন এবং বলেন, হে আমার রব, আপনি আমাকে তাওফিক দান করেন যাতে (এ পিপিলিকার ব্যাপারেও আমি অমনোযোগী না হই এবং) আমাকে ও আমার পিতা-মাতাকে আপনি যেসব নিয়ামত দান করেছেন, আমি যেন তার শুকরিয়া আদায় করতে পারি’ (সূরা আন নামল-১৯)।

শুকরিয়া কেন করতে হবে : মানুষ আল্লাহ তায়ালার অগণিত নিয়ামত ভোগ করছে। আল্লাহ তায়ালা স্বয়ং বলেছেন- ‘আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি তা গণনা করে শেষ করতে পারবে না। সুতরাং এসব নিয়ামতের শুকরিয়া আদায় আবশ্যক।’ আল্লাহ তায়ালা বলেন- ‘অতঃপর আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, আশা করা গিয়েছিল যে, তোমরা শুকরিয়া আদায় করবে’ (সূরা আল বাকারা-৫২)। অন্যত্র ইরশাদ করেন- ‘অতঃপর তোমাদের (তূর পাহাড়ে) এই মৃত্যুর পর আমি তোমাদের পুনরায় জীবন দান করলাম, আশা করা গিয়েছিল যে, শুকরিয়া আদায় করবে’ (সূরা আল বাকারা-৫৬)। আরো ইরশাদ করেন- ‘বদর যুদ্ধে আল্লাহ তায়ালা তোমাদেরকে বিজয় ও সাহায্য দান করেছিলেন, অথচ তোমরা ছিলে দুর্বল, তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা (এ বিষয়ের জন্য তার) শুকরিয়া আদায় করবে’ (সূরা আল ইমরান-১২৩)। আরো ইরশাদ করেন- ‘এভাবেই আমি এদের তোমাদের অধীন করে দিয়েছি, যাতে তোমরা আল্লাহ তায়ালার শোকর আদায় করতে পারো’ (সূরা আল হাজ-৩৬)।

মানুষ অকৃতজ্ঞ : আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তঃকরণ দান করেছেন, কিন্তু তোমরা খুবই তার শোকর আদায় করো’ (সূরা আস সাজদা-৯)। অন্যত্র ইরশাদ করেন- ‘অবশ্যই আল্লাহ তায়ালা সদা অনুগ্রহশীল; কিন্তু মানুষদের অধিকাংশ কৃতজ্ঞতা আদায় করে না’ (সূরা আল বাকারা-২৪৩, সূরা ইউনুস-৬০)।

আল্লাহর জিজ্ঞাসা : আল্লাহ তায়ালা বলেন- ‘আমি জমিনে সৃষ্টি করি নানা প্রকার খেজুর ও আঙ্গুরের বাগান, প্রবাহিত করি অসংখ্য নদী-নালার প্রস্রবণ, যাতে করে তারা এর ফলমূল উপভোগ করতে পারে, এগুলোর কোনোটিই তো তাদের হাতের অর্জন নয়, তারপরও কি তারা কৃতজ্ঞতা আদায় করবে না’ (সূরা ইয়াছিন : ৩৪-৩৫)? আরো ইরশাদ করেন- ‘পশুর মধ্যে রয়েছে তাদের জন্য উপকারিতা, আরো রয়েছে পানীয় বস্তু; তবুও কি তারা তার শোকর আদায় করবে না’ (সূরা ইয়াছিন-৭৩)। অন্যত্র ইরশাদ করেন- ‘হে দাউদ পরিবারের লোকেরা তোমরা আমার শোকর আদায় করতে নেক কাজ করো; আমার বান্দাদের মধ্যে খুব অল্পসংখ্যক মানুষই শোকর আদায় করে’ (সূরা সাবা-১৩)। আল্লাহর বান্দাদের মধ্যে বেশি শোকর আদায় করেছেন নূহ আ:। আল্লাহ তায়ালা তার প্রশংসা করে বলেছেন- ‘অবশ্যই সে ছিল আমার কৃতজ্ঞশীল বান্দা’ (সূরা বনি ইসরাইল-৩)।

লেখক : প্রধান ফকিহ, আল-জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, ফেনী