ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে টাঙ্গাইলের সখীপুর সরকারি মুজিব কলেজে ক্লাস বর্জন করে অধ্যক্ষের কার্যালয় ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা ওই কলেজের অধ্যক্ষের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। একই দাবিতে কলেজ ছাত্রলীগ দুপুর সোয়া ১২টায় সখীপুর প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করে।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার রকিবুল বিজয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েক বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। গত এক সপ্তাহ আগে অধ্যক্ষকে সাত দিনের সময়সূচি বেঁধে দেয়া হলেও অধ্যক্ষ মহোদয় কোনো তোয়াক্কা করছেন না। এ কারণেই বাধ্য হয়েই কলেজ ছাত্রলীগ অধ্যক্ষসহ সব শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে।
এর আগে ছাত্রলীগের নেতাকর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীদের নিয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শ্লোগান
দিয়ে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করে। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি খন্দকার রকিবুল বিজয়, সাধারণ সম্পাদক সুমন মিয়া, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান, আকিব খান, ইমন দেওয়ান, সাগর দানী, জয় প্রমুখ।
মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার রকিবুল বিজয় বলেন, সর্বশেষ গত ১০ বছর আগে এই কলেজের ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। নির্বাচনের দাবি শুধু ছাত্রলীগের নয়, এতে সাধারণ শিক্ষার্থীদের সমর্থন রয়েছে। তারা সবাই মিলিতভাবে এই আন্দোলন করছেন। কোনো শিক্ষার্থীকে জোর করে শ্রেণিকক্ষ থেকে বের করা হয়নি। স্বেচ্ছায়
তারা আন্দোলনে অংশ নিয়েছেন।
সাধারণ সম্পাদক সুমন মিয়া বলেন, বেলা দুপুর ১২টা থেকে অনার্স পরীক্ষা থাকায় ১২টার দিকে তালা খুলে দেয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা এম এ হাকিম বলেন, কলেজের অধ্যক্ষ এক মাসের ছুটি নিয়েছেন। আমি সাময়িকভাবে দায়িত্ব পালন করছি। এ ধরনের বৃহৎ সিদ্ধান্ত নিতে গেলে অধ্যক্ষের প্রয়োজন। এরপরও আগামী রোববার শিক্ষকদের নিয়ে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বর্তমান পরিস্থিতি শান্ত করতে ছাত্রনেতাদের সাথে আলাপ-আলোচনা চলছে।