ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সদ্যোজাত মায়ের খাবার কেমন হবে

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১২:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • ১১০৯ বার পড়া হয়েছে

সদ্যোজাত মায়েরও অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। একজন মায়ের শরীর ও মন যত ভালো থাকবে, তার সন্তানও ততই সুস্থ-সবলভাবে বেড়ে উঠবে। তাই প্রত্যেক স্তন্যদায়ী মায়েরই যথেষ্ট বিশ্রাম, পুষ্টিকর খাওয়া-দাওয়া এবং মানসিকভাবে ভালো থাকা একান্ত প্রয়োজন।

সামুদ্রিক খাবার : রোজকার খাদ্যতালিকায় মাছ অবশ্যই রাখুন। বিশেষ করে, কম পারদযুক্ত সামুদ্রিক মাছ খাওয়া খুবই স্বাস্থ্যকর। সপ্তাহে দুই থেকে তিনবার খান। সামুদ্রিক খাবার প্রোটিনে ভরপুর।
আমাদের শরীরে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে।
প্রচুর পানি পান করুন : সারা দিনে প্রচুর পরিমাণে পানি পান করুন। কমপক্ষে সাত-আট গ্লাস পানি পান করার চেষ্টা করুন। মিল্কশেক, লস্যি, স্যুপ, ডাব এবং তাজা ফলের রসও খেতে পারেন। তবে ঠান্ডা এবং চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলাই ভালো। চা, কফির মতো ক্যাফেইনযুক্ত পানীয়ও খাবেন না। এতে নবজাতকের সমস্যা হতে পারে।

ক্যালরিসমৃদ্ধ খাবার খান : বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো এবং বুকের দুধ উৎপাদনের জন্য মায়েদের অনেক শক্তি খরচ হয়। তাই বিশেষজ্ঞরা বলছেন, নতুন মায়েদের দিনে অন্তত ৫০০ অতিরিক্ত ক্যালরি গ্রহণ করা উচিত। ক্যালরিসমৃদ্ধ কিছু খাবার হলো বাদাম এবং বাদামের তৈরি মাখন, আলু, ব্রাউন রাইস, স্যালমন এবং অন্যান্য তৈলাক্ত মাছ, ইত্যাদি।

খাওয়া কমাবেন না  : গর্ভাবস্থার সময় ওজন অনেকটাই বেড়ে যায়। তাই, অনেক মায়েরাই ওজন কমানোর জন্য বাচ্চা হওয়ার পর থেকে ডায়েট করা শুরু করেন। কিন্তু এটি মা ও বাচ্চা উভয়ের স্বাস্থ্যের জন্যই খুব খারাপ। স্বাস্থ্যকর খাবার খান নতুন মায়েদের রোজ পুষ্টিসমৃদ্ধ খাবার খেতে হবে। গোটা শস্য, ছোলা, টফু, টাটকা ফল, ডিম, মাছ, মাংস, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাটজাতীয় খাবার যেমন বাদাম, বীজ, অ্যাভোকাডো, সবুজ শাকসবজি, বিনস খাওয়া খুবই ভালো। এসব খাবারে রয়েছে প্রচুর ভিটামিন এবং খনিজ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

সদ্যোজাত মায়ের খাবার কেমন হবে

আপডেট সময় ১২:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

সদ্যোজাত মায়েরও অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। একজন মায়ের শরীর ও মন যত ভালো থাকবে, তার সন্তানও ততই সুস্থ-সবলভাবে বেড়ে উঠবে। তাই প্রত্যেক স্তন্যদায়ী মায়েরই যথেষ্ট বিশ্রাম, পুষ্টিকর খাওয়া-দাওয়া এবং মানসিকভাবে ভালো থাকা একান্ত প্রয়োজন।

সামুদ্রিক খাবার : রোজকার খাদ্যতালিকায় মাছ অবশ্যই রাখুন। বিশেষ করে, কম পারদযুক্ত সামুদ্রিক মাছ খাওয়া খুবই স্বাস্থ্যকর। সপ্তাহে দুই থেকে তিনবার খান। সামুদ্রিক খাবার প্রোটিনে ভরপুর।
আমাদের শরীরে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে।
প্রচুর পানি পান করুন : সারা দিনে প্রচুর পরিমাণে পানি পান করুন। কমপক্ষে সাত-আট গ্লাস পানি পান করার চেষ্টা করুন। মিল্কশেক, লস্যি, স্যুপ, ডাব এবং তাজা ফলের রসও খেতে পারেন। তবে ঠান্ডা এবং চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলাই ভালো। চা, কফির মতো ক্যাফেইনযুক্ত পানীয়ও খাবেন না। এতে নবজাতকের সমস্যা হতে পারে।

ক্যালরিসমৃদ্ধ খাবার খান : বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো এবং বুকের দুধ উৎপাদনের জন্য মায়েদের অনেক শক্তি খরচ হয়। তাই বিশেষজ্ঞরা বলছেন, নতুন মায়েদের দিনে অন্তত ৫০০ অতিরিক্ত ক্যালরি গ্রহণ করা উচিত। ক্যালরিসমৃদ্ধ কিছু খাবার হলো বাদাম এবং বাদামের তৈরি মাখন, আলু, ব্রাউন রাইস, স্যালমন এবং অন্যান্য তৈলাক্ত মাছ, ইত্যাদি।

খাওয়া কমাবেন না  : গর্ভাবস্থার সময় ওজন অনেকটাই বেড়ে যায়। তাই, অনেক মায়েরাই ওজন কমানোর জন্য বাচ্চা হওয়ার পর থেকে ডায়েট করা শুরু করেন। কিন্তু এটি মা ও বাচ্চা উভয়ের স্বাস্থ্যের জন্যই খুব খারাপ। স্বাস্থ্যকর খাবার খান নতুন মায়েদের রোজ পুষ্টিসমৃদ্ধ খাবার খেতে হবে। গোটা শস্য, ছোলা, টফু, টাটকা ফল, ডিম, মাছ, মাংস, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাটজাতীয় খাবার যেমন বাদাম, বীজ, অ্যাভোকাডো, সবুজ শাকসবজি, বিনস খাওয়া খুবই ভালো। এসব খাবারে রয়েছে প্রচুর ভিটামিন এবং খনিজ।