রাজধানীর সবুজবাগ থানার ওহাব কলোনি মাদ্রাসা মসজিদ এলাকায় নাদিম হোসেন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার রাতে এই ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সবুজবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ওহাব কলোনির মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া ফাজিল মাদ্রাসা এলাকা থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আমরা স্বজনের কাছ থেকে জানতে পেরেছি নিহত নাদিম বাক প্রতিবন্ধী গতকাল সে তার ভাইয়ের বাড়িতে বেড়াতে আসলে ঐ এলাকার অজ্ঞাতনামা সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। ময়নাতদন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে, নিহতের দুলাভাই আলমাস জানান নাদিম গাউছিয়া কালীবাড়ি এলাকায় থাকেন। গতকাল তার ভাই রিয়াজের বাসায় বেড়াতে আসে রাতে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে ঘটনাস্থলেই মারা যান।