ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৬:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ১০৯০ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা।

শনিবার বেলা ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পূর্ব নির্ধারিত সমাবেশ শুরু হয়।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সংহতি প্রকাশ করতে অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, ‘বাংলাদেশে সরকারি চাকরির নিয়োগে কত অনিয়ম হয়েছে, তা নিয়ে কথা বলা অভিধানের মতো হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যে আন্দোলনের অংশ ছিলাম তা শুধু সরকার উৎখাতের আন্দোলন ছিল না। আমরা বলেছি, এটা দেশ পরিবর্তনের আন্দোলন, দুঃশাসন পরিবর্তনের আন্দোলন। আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল দেশ থেকে বৈষম্য দূর করা। অন্তর্বর্তীকালীন সরকার সবকিছু সুন্দরভাবে সামলানোর চেষ্টা করছে। আমি মনে করি, আমাদের দেশ বদলাচ্ছে।’

আন্দোলনকারীরা বলেন, ১৯৯১ সালে বাংলাদেশে সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়। সে সময় বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭৩ বছরে। তাই চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানো যৌক্তিক।

২০১১ সালে গড় আয়ু বৃদ্ধির কারণে অবসরের বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়। কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা না বাড়িয়ে তা ৩০ বছর রাখা হয়েছে, যার কারণে শিক্ষিত যুবকরা বেকার থেকে যাচ্ছে এবং এই সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।

সূত্র : ইউএনবি

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ

আপডেট সময় ০৬:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা।

শনিবার বেলা ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পূর্ব নির্ধারিত সমাবেশ শুরু হয়।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সংহতি প্রকাশ করতে অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, ‘বাংলাদেশে সরকারি চাকরির নিয়োগে কত অনিয়ম হয়েছে, তা নিয়ে কথা বলা অভিধানের মতো হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যে আন্দোলনের অংশ ছিলাম তা শুধু সরকার উৎখাতের আন্দোলন ছিল না। আমরা বলেছি, এটা দেশ পরিবর্তনের আন্দোলন, দুঃশাসন পরিবর্তনের আন্দোলন। আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল দেশ থেকে বৈষম্য দূর করা। অন্তর্বর্তীকালীন সরকার সবকিছু সুন্দরভাবে সামলানোর চেষ্টা করছে। আমি মনে করি, আমাদের দেশ বদলাচ্ছে।’

আন্দোলনকারীরা বলেন, ১৯৯১ সালে বাংলাদেশে সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়। সে সময় বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭৩ বছরে। তাই চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানো যৌক্তিক।

২০১১ সালে গড় আয়ু বৃদ্ধির কারণে অবসরের বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়। কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা না বাড়িয়ে তা ৩০ বছর রাখা হয়েছে, যার কারণে শিক্ষিত যুবকরা বেকার থেকে যাচ্ছে এবং এই সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।

সূত্র : ইউএনবি