সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও কাঠ ফেলে সড়ক অবরোধ করেছে পৌর যুবদলের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ সাভার পৌর ছাত্রদলের সহসভাপতি আলামিনকে আটক করেছে।
রবিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাসস্ট্যান্ডের কাছে জালেশ্বর ও শিমুলতলা সড়কে তারা এ অবরোধ করে।
এসময় তারা অবরোধের সমর্থনে বের করা বিক্ষোভ মিছিল থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও গাছ ফেলে সড়ক অবরোধ করে।
পৌর ছাত্রদলের সহ-সভাপতি আলামিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অবরোধকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাভার পৌর ছাত্রদলের সহসভাপতি আলামিনকে আটক করা হয়েছে।