সরকারি অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’এর চুরি হওয়া ফুটেজ উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন সিনেমাটির পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ আবেদন জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন বলেন, চুরির ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক সাড়া পেয়ে আমি আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এক সপ্তাহ অতিবাহিত হলেও অপরাধীদের ধরার দৃশ্যমান কোনো ব্যবস্থা পরিলক্ষিত হয়নি। ফুটেজ উদ্ধারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
আরও বক্তব্য দেন সিনেমার অভিনেতা নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, তানভীন সুইটি, বিবার্তা২৪ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি, বার্তা সম্পাদক হাবিবুর রহমান রোমেল ও সিনেমার অপর পরিচালক হাসান জাফরুল বিপুল।