ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সিলেটে বিএনপির সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৯:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ১১২৫ বার পড়া হয়েছে
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিল ও সড়ক অবরোধের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটলে পুলিশ এসে ফাঁকা গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আটককৃতদের পরিচয় জানায়নি পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরের বারুথখানা এলাকা থেকে একটি মিছিল নিয়ে জিন্দাবাজারের দিকে আসে বিএনপি। সেখানে এসে অবরোধের সমর্থনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে এক দল লোক মশাল মিছিল বের করে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ যানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়।’

এ সময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে জানিয়ে তিনি বলেন, এ সময় তিনজনকে আটক করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

সিলেটে বিএনপির সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ০৯:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিল ও সড়ক অবরোধের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটলে পুলিশ এসে ফাঁকা গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আটককৃতদের পরিচয় জানায়নি পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরের বারুথখানা এলাকা থেকে একটি মিছিল নিয়ে জিন্দাবাজারের দিকে আসে বিএনপি। সেখানে এসে অবরোধের সমর্থনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে এক দল লোক মশাল মিছিল বের করে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ যানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়।’

এ সময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে জানিয়ে তিনি বলেন, এ সময় তিনজনকে আটক করা হয়।