ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্বামীর পরিণতিই বরণ করতে হলো ইয়েতি বিমানের কো-পাইলটকে

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৯:১৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • ১৩৬২ বার পড়া হয়েছে

মাত্র কয়েক সেকেন্ড পরই পূরণ হতো তার স্বপ্ন। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। নেপালের পোখরায় দুর্ঘটনাগ্রস্ত বিমানের কো-পাইলট ছিলেন অঞ্জু খাটিবাডা। এই ফ্লাইট সম্পূর্ণ করলেই তিনি পাইলট পদে উন্নীত হতেন। সেই লক্ষ্য তার অধরাই থেকে গেল। বহু যাত্রীর সাথে প্রাণ হারালেন তিনিও।

১৬ বছর আগে, তিনি তার স্বামী দীপক পোখরেলকে হারান এক এ রকমই বিমান দুর্ঘটনায়। তার স্বামীও ইয়েতি বিমানের কো-পাইলট ছিলেন।

স্বামীর মৃত্যুর পর, তার অধরা স্বপ্নকেই নিজের লক্ষ্যে পরিণত করেন অঞ্জু। জীবনের দিশা বদলে ফেলেন। আমেরিকায় গিয়ে পাইলট হওয়ার প্রশিক্ষণ নেন। ফিরে এসে যোগ দেন ইয়েতি বিমান সংস্থায়। রোববার যাত্রা থামল স্বপ্ন ফ্লাইটের সেই ভগ্নদূতের। ৭২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

স্বামীর পরিণতিই বরণ করতে হলো ইয়েতি বিমানের কো-পাইলটকে

আপডেট সময় ০৯:১৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩

মাত্র কয়েক সেকেন্ড পরই পূরণ হতো তার স্বপ্ন। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। নেপালের পোখরায় দুর্ঘটনাগ্রস্ত বিমানের কো-পাইলট ছিলেন অঞ্জু খাটিবাডা। এই ফ্লাইট সম্পূর্ণ করলেই তিনি পাইলট পদে উন্নীত হতেন। সেই লক্ষ্য তার অধরাই থেকে গেল। বহু যাত্রীর সাথে প্রাণ হারালেন তিনিও।

১৬ বছর আগে, তিনি তার স্বামী দীপক পোখরেলকে হারান এক এ রকমই বিমান দুর্ঘটনায়। তার স্বামীও ইয়েতি বিমানের কো-পাইলট ছিলেন।

স্বামীর মৃত্যুর পর, তার অধরা স্বপ্নকেই নিজের লক্ষ্যে পরিণত করেন অঞ্জু। জীবনের দিশা বদলে ফেলেন। আমেরিকায় গিয়ে পাইলট হওয়ার প্রশিক্ষণ নেন। ফিরে এসে যোগ দেন ইয়েতি বিমান সংস্থায়। রোববার যাত্রা থামল স্বপ্ন ফ্লাইটের সেই ভগ্নদূতের। ৭২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা