মৌলভীবাজারের রাজনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে সড়কের গাছ উপড়ে মোটরসাইকেল চালকসহ তিন জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চৌধুরীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত তিন জন রাজনগর উপজেলার বালিগাঁও গ্রামের বাসিন্দা।
রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, একটি মোটরসাইকেলযোগে রনি আহমদ ও তার দুই বন্ধু রাজনগর শহরে আসার পথে চৌধুরীবাজার এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে সড়কের পাশের একটি গাছ তাদের মোটরসাইকেলের ওপর উপড়ে পড়ে। এতে তারা তিন জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।