পাবনার ঈশ্বরদী উপজেলায় হাসপাতালে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নার্স নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত নারী উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া গ্রামের আফজাল মালিথার মেয়ে রোজিনা আক্তার রোজী। তিনি শহরের আলো জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স ছিলেন।
ঈশ্বরদী থানার ওসি হাছান বসরী বিষয়টি নিশ্চিত করেছেন। ঐ হাসপাতালের ম্যানেজার সুমন আলী জানান, বৃহস্পতিবার সকালে হাসপাতালের স্টাফ সোলাইমান হোসেনের স্ত্রীর প্রসববেদনা ওঠায় নার্স রোজিনাকে তার বাড়ি থেকে মোটরসাইকেলে করে আনতে যান।
পরে আসার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই রোজিনা নিহত হন। এ সময় আহত হয়েছেন সোলাইমান।ডা. আসমা খান জানান, বৃহস্পতিবার সকালে হাসপাতালে আনার আগেই রোজিনা নিহত হয়েছেন। আহত সোলাইমানকে রাজশাহীতে পাঠানো হয়েছে।