রাজধানীর মিরপুরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে মিরপুরের বড়বাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন রায়হান (১৮) ও রহিম (১৯)।
মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, বড়বাগের হাবিব টাওয়ারের ১০ তলার বাইরের দিকে প্লাস্টারের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় বাঁশের মাচা ভেঙে দুই শ্রমিক নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য তাদের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।